যেসব মানুষের স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি
Image: google

যেসব মানুষের স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি! আজই সর্তক হোন

বর্তমানে অনেকেই খুব অল্পবয়সে স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। অনেকের মৃত্যুও হচ্ছে আকস্মিক স্ট্রোকের আঘাতে। কিন্তু স্ট্রোকে কাদের ঝুঁকি বেশি, রক্তের গ্রুপের সঙ্গে স্ট্রোকের সম্পর্ক আছে কিনা- এই গবেষণা কী বলছে তা জেনে নিন। এক গবেষণা অনুযায়ী, যাদের রক্তের গ্রুপ

‘এ’, তাদের কম বয়সে স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি। ‘ও’ গ্রুপের রক্ত যাদের, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে কম। আমেরিকার ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের স্কুল অব মেডিসিনের (ইউএমএসওএম) গবেষকদের করা পিয়ার রিভিউ মেডিকেল জার্নাল নিউরোলজিতে

বৃহস্পতিবার প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, আমাদের রক্তের গ্রুপের সঙ্গে কম বয়সে স্ট্রোক হওয়ার সম্পর্ক রয়েছে। গবেষকদের মতে, যাদের রক্ত ‘এ’ গ্রুপের, তাদের অল্প বয়সে স্ট্রোকের ঝুঁকি ১৮ শতাংশ বেশি। অন্য দিকে, যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের অন্যদের

তুলনায় প্রাথমিক স্ট্রোকের ঝুঁকি ১২ শতাংশ কম। রক্তনালী দিয়ে যখন রক্ত মস্তিষ্কের সব জায়গায় সমানভাবে পৌঁছায় না, তখনই স্ট্রোক হওয়ার আশঙ্কা বাড়ে। এমনটা হয়, যখন রক্তনালী ফেটে গিয়ে রক্তপাত হয় কিংবা মস্তিষ্কে রক্ত সরবরাহকারী সূক্ষ্ম রক্তনালীতে রক্ত জমাট

বেঁধে যায়। এইসময় বেশ কিছু উপসর্গ দেখা দেয়। মস্তিষ্কের কোন স্থানে স্ট্রোক হয়েছে এবং রোগীকে কতক্ষণ পর চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে এসব বিষয়ের উপর রোগীর শরীরে স্ট্রোকের কতটা প্রভাব পড়বে, তা নির্ভর করে। কম বয়সে কেনো স্ট্রোকের ঝুঁকি বাড়ছে, তা

নিয়ে খুব বেশি গবেষণা করা হয়নি। ৬০ বছরের নিচে লোকেদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি কেন বাড়ছে, তা নিয়েই গবেষণা করা হয়েছে। গবেষক স্টিভেন জে কিটনার জানান, ‘এ’ বøাড গ্রুপের ব্যক্তিদের মধ্যে এই ঝুঁকি বাড়ছে কেন, সে বিষয় এখন পর্যন্ত কোনো তথ্য পাননি তারা। এই নিয়ে আরও গবেষণা চালানো হচ্ছে।
ডিসক্লেইমার: প্রতিবেদনটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেজ্ঞের পরামর্শ নিন।

Check Also

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মধ্যে বেড়ে চলেছে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভাস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *