হৃদরোগ ছাড়াও আরো যেসব কারণে বুকে ব্যথা হতে পারে
Image: google

হৃদরোগ ছাড়াও আরো যেসব কারণে বুকে ব্যথা হতে পারে

হৃদরোগ আজকাল বয়স্কদের ছাড়াও অপ্রাপ্ত বয়স্কদের হয়ে থাকে। দিন দিন এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। এই রোগের প্রধান লক্ষণ বুকে ব্যথা হওয়া। তাইতো আজকাল বুকে ব্যথা হলে প্রথমে হৃদরোগের কথাই মনে পড়ে। এই ভয় মোটেও ফেলনা নয়। তবে বিশ্বজুড়ে

যত মানুষ হৃদরোগজনিত বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বা চিকিৎসকের কাছে আসেন, তার চারগুণ আসেন অন্যান্য কারণে বুকে ব্যথার চিকিৎসা নিতে। হৃদরোগের আশঙ্কা বাতিল হয়ে যাওয়ার পর বুকে ব্যথার অন্যান্য কারণ নিয়ে আমাদের ভাবতে হবে। চলুন তবে জেনে নেয়া

যাক হৃদরোগ ছাড়াও আর কী কী কারণে বুকে ব্যথা হতে পারে- 1. খাবার গেলার সময় খাদ্যনালীর মাংসপেশির সমন্বয়হীনতার কারণে বুকে ব্যথা হতে পারে। 2. হৃদরোগ ছাড়া অন্য কোনো কারণে বুকে ব্যথা হলে তা বা হাত, কাধ ইত্যাদি জায়গায় ছড়িয়ে পড়ে না। 3. মাংসপেশি বা

হাড়ের সমস্যার কারণে অনেক সময় বুকে ব্যথা হয়। ফুসফুস ও ফুসফুসের চারপাশের পর্দার সংক্রমণ বা নানা রোগে ও বুকে ব্যথা হয়। 4. নন কার্ডিয়াক চেস্ট পেইন বা এ ধরনের ব্যথা সাধারণত বিপদের কারণ হয়ে দাড়ায় না। তবে যে কোনো রকমের বুকে ব্যথার সঠিক কারণ

নিশ্চিত হওয়া জরুরী। 5. খাদ্য নালীর সমস্যা, পেপটিক আলসার বা পাকস্থলীর এসিড ওপরে উঠে আসার কারণে প্রায় বুকে ব্যথা অনুভূত হয়। এ ধরনের ব্যথা সাধারণত পাঁজরের নিচে মাঝখানে দেখা দেয়। 5. খাবারের কারণে অনেক সময় বুক জ্বালা করে। ভয় পায় আতঙ্ক

থেকেও বুক চেপে আসে বা ব্যথা করতে থাকে। এর পাশাপাশি ঘাম, বুক ধড়পড় ও ঘন ঘন নিশ্বাস হতে পারে, যা হৃদরোগের মতই লাগে। কিছু ওষুধের প্রতিক্রিয়া ও বুকে ব্যথা হয়।
(Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিত্‍সা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিত্‍সকের সঙ্গে পরামর্শ করুন।)

Check Also

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মধ্যে বেড়ে চলেছে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভাস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *