নারী, পুরুষ এমনকি শিশু সবাই কমবেশি জিন্স বা ডেনিমের প্যান্ট পরে থাকেন। আরামদায়ক ও টেকসই হওয়ার কারণে বিশ্বব্যাপী সবাই জিন্সের প্যান্টের প্রতি বেশি আগ্রহী। তবে আদৌ কি আমরা জানি, পছন্দের ডেনিমের প্যান্ট কতদিন পরপর পরিষ্কার করা বা
ধোয়া উচিত? কারণ এর উপর নির্ভর করে আপনার প্যান্টটি কতদিন টেকসই হবে আর রং কতটা থাকবে! অনেকে হয়তো সপ্তাহে ৩-৪ দিন আবার অনেকে একদিন জিন্সের প্যান্ট পরিষ্কার করেন। তবে সপ্তাহে একবার জিন্স ধোয়া কি আদৌ ঠিক? ২০১৭ সালে কানাডার আলবের্তা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা যায়, সপ্তাহে কেন মাসেও একবার জিন্স ধোয়া উচিত নয়। এতে ডেনিমের প্যান্টের আয়ু
কমতে থাকে। গবেষকদের তথ্যমতে, টানা ১৫ মাস ব্যবহারের পরেও অন্য জামা-কাপড়ের তুলনায় জিন্সে ব্যাকটেরিয়া বা জীবাণুর প্রবেশ ঘটে কম পরিসরে। শুকনো আবহাওয়ায় একটি প্যান্ট যদি ১৫ মাস পরলে, আর্দ্র আবহাওয়ায় সেটি ৮-৯ মাস পরলেও কোনো সমস্যা হবে না। কানাডার আলবের্তা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও জানান, ডেনিম কাপড়ের কারণে সাধারণ কিছু ত্বকের সমস্যা ছাড়া অন্য
কোনো ধরনের জীবাণু এতে বেশি পরিমাণে বাড়তে পারে না। তবে প্যান্টটি একেবারেই নোংরা হয়ে গেলে সেক্ষেত্রে ধুতে পারেন। তাও অন্তত ১০ বার পরার পর ডেনিমের প্যান্ট ধোয়া উচিত।
কীভাবে ব্যবহার করবেন জিন্স?
যেহেতু একটি জিন্স আপনি না ধুয়ে ১৫ মাস পরতে পারবেন; সেক্ষেত্রে কয়েকটি বিষয়ও আপনাকে মানতে হবে। জিন্স ব্যবহার করবেন কীভাবে, সে সম্পর্কেও জানিয়েছেন গবেষকরা।তাদের মতে, জিন্সের প্যান্টটি ব্যবহারের পর এক জায়গায় দলা পাকিয়ে না রেখে বরং
রোদে বা বারান্দায় দড়িতে মেলে রাখা উচিত। জিন্সের মধ্যে যাতে হাওয়া-বাতাস ঢুকতে পারে। আর যখন পরিষ্কার করবেন; তখন অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন। গরম পানি দিয়ে ধুলে প্যান্টের রং হালকা হয়ে যাবে।