যে ১০টি কারণে লেবু ঘরের সবচেয়ে অতি প্রয়োজনীয় জিনিস
Image: google

যে ১০টি কারণে লেবু ঘরের সবচেয়ে অতি প্রয়োজনীয় জিনিস…

লেবু এমন একটি ফল যেটা খেতে সবাই খুব ভালোবাসে। ভাতের সাথে ডাল দিয়ে লেবু খায় অনেকেই। আবার অনেকে লেবুর জল পান। শরীরের ফ্যাট কমানোর জন্য অনেকে সকালে গরম জলে লেবু খায়। লেবু ঘরের প্রায় সব কাজেই ব্যাবহার করা হয়। শুধু খাওয়া নয়,

অন্য অনেক কাজেই লেবুর জুড়ি মেলা ভার। এখন দেখা যাক এই লেবু দিয়ে কি কি কাজ করা যায়–

১. আপনি বাড়িতে আনেক দিন ধরে যে কাটিং বোর্ড ব্যাবহার করছেন, সেটা পরিষ্কার করতে লেবু খুব উপকারি। একটা লেবু কেটে নিয়ে তার সাথে কিছু লবন নিয়ে কাটিং বোর্ডের ওপর কিছুক্ষণ ঘষুন, দেখবেন একদম পরিষ্কার হয়ে গেছে।
২. সাদা কাপড়কে আরোও ধবধবে সাদা করতে লেবুর জুড়ি মেলা ভার। আপনার যে সব জামা কাপড়ে সার্ফ দিয়ে কাচলেও ময়লা যায় না, সেগুলি লেবু দিয়ে একটু ঘসে নিন।

৩. রোজ সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে লেবু দিয়ে পান করুন, এর ফলে হজম ভালো হয়।
৪. একটা বাটিতে কুসুম গরম জল নিয়ে তাতে লেবুর রস মিশিয়ে তার মধ্যে হাত ডুবিয়ে রেখে দিন কিছুক্ষণ। দেখবেন হাত পরিষ্কার হয়ে গেছে।

৫. ফ্রিজে দুর্গন্ধ দূর করার জন্য লেবু কেটে ফ্রিজে রেখে দিন। অথবা লেবু দিয়ে ফ্রিজ পরিষ্কার করুন।
৬. লেবুর রস আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ত্রন করে। এক চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং অর্ধেক লেবুর রস এক গ্লাস জলে মিশিয়ে প্রতিদিন সকালে খেতে হবে। তাহলে শরীরের সব রোগ নিয়ত্রনে চলে আসবে।

৭. একটি লেবুকে ২টি টুকরো করে কেটে সারা রাত জুতোর মধ্যে রেখে দিন। দেখবেন জুতোর দুর্গন্ধ চলে গেছে।
৮. স্টেনলেস স্টীলের জিনিসকে পরিষ্কার করতে একটি লেবুর সাথে বেকিং সোডা মিশিয়ে পরিষ্কার করে ফেলুন।

৯. ঘরে খুব পিঁপড়ে হলে যে জায়গায় পিপড়ে হচ্ছে তার চারপাশে কয়েক ফোটা লেবুর রস ছড়িয়ে দিন, দেখবেন সব পিঁপড়ে চলে যাবে। ১০. অনেক সময় ঘাম বসে বসে বগলে কালো দাগ পরে যায়। সেই দাগ দূর করার জন্য এক টুকরো লেবু কেটে নিয়ে ঘসুন। দেখবেন দাগ পরিষ্কার হয়ে যাবে।

Check Also

৬টি সহজ টিপস, যা আমরা অনেকেই জানি না!

৬টি সহজ টিপস, যা আমরা অনেকেই জানি না!

1. সহজেই ভালো-খারাপ ডিম চেনার উপায় : শহরের এই কাজের চাপে বারে বারে দোকানে যাওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *