বর্তমানে প্রতিটি ভারতীয় নাগরিকের প্রায় সমস্ত কাজের জন্যই প্রয়োজন হয় Aadhaar card। এই আধার কার্ড নিজস্ব ফোন নম্বরের সাথে লিঙ্ক করানোর জন্যে কেন্দ্রীয় সরকার অনেকদিন ধরেই বলে আসছে।
এই মুহূর্তে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি, অনেক গুরুত্বপূর্ণ কাজ খুব সহজেই করা যায় এর মাধ্যমে। যদিও এই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে মানুষকে কেন্দ্রীয় অফিসগুলিতে দৌড়াতে হচ্ছিল। ফলে একদিকে যেমন মানুষের সময় নষ্ট
হচ্ছিল অনেক, অন্যদিকে অনেক ঝামেলাও পোহাতে হয়েছে অনেককেই। এইসকল কারণের জন্য বহু মানুষ আধারের সাথে ফোন নম্বর লিঙ্ক করাননি। যদিও UIDAI এই প্রসেস বেশ কিছুদিন হল সরিয়ে দিয়েছে। এখন ঘরে বসেই আধার কার্ড এর সাথে ফোন নম্বর আপডেট বা লিঙ্ক
করতে পারবেন। এর জন্যে আপনাকে Service Update Portal (SSUP) তে যেতে হবে। দেখে নিন, কীভাবে আপনার ফোন নম্বর আপনার আধারের সাথে লিঙ্ক করাবেন।
AADHAR CARD এর সাথে মোবাইল নম্বর লিঙ্ক-
আধারের সাথে আপনার ফোন নম্বর লিঙ্ক করতে, আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। এই স্টেপগুলি ফলো করে, আপনি সহজেই আধারের সাথে ফোন নম্বর লিঙ্ক বা আপডেট করতে পারবেন। প্রথমে https://ask.uidai.gov.in/#/ এই লিঙ্কে ক্লিক করে UIDAI ওয়েবসাইটে যেতে হবে।ওয়েবসাইটটি ওপেন হলে Add Phone number এ ক্লিক করুন।এরপর, যে নম্বরটি আপনি লিঙ্ক করতে চান বা আপডেট
করতে চান তা লিখুন। এরপর একটি Captcha কোড পাবেন, সেটি দিয়ে এন্টার করুন।এরপর OTP অপশনে ক্লিক করে OTP জেনারেট করুন।OTP পেলে সেটি Submit OTP and Proceed অপশনে লিখে ক্লিক করুন।এরপর আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।তালিকাভুক্ত কেন্দ্র থেকে ডিটেইলস চেক করা হলে আপনার নতুন ফোন নম্বর আপডেট হবে।এখানে আপনি একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাবেন।
AADHAAR CARD এ নাম, বয়স ও ঠিকানা পরিবর্তন-
সাইটের এই মেনুতে Online Aadhaar service এর বিভিন্ন অপশন দেখতে পাবেন। এখানে নাম,ঠিকানা, লিঙ্গ, ইমেল আইডি, মোবাইল নম্বরের মতো অপশনগুলি লিস্টে দেখতে পাবেন। ঠিক যে পদ্ধতিতে আপনি আপনার ফোন নম্বর পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ ক্যাপচা
কোড দিয়ে এন্টার করে OTP জেনারেট করে সেই OTP দিয়ে save and proceed করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। সেভাবেই ঠিকানা, জন্ম তারিখ, মেল আইডি চেঞ্জ করতে পারবেন। তালিকাভুক্ত কেন্দ্র আপনার ডিটেইলস চেক করার পর আপনার ডিটেইলস আপডেট হয়ে যাবে।