রেশন কার্ড রাজ্য সরকারের তরফে জারি করা হয়ে থাকে ৷ দেশের সমস্ত নাগরিকদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য ৷ এই কার্ডের মাধ্যমে সরকার দেশের গরিব মানুষদের বিনামূল্যে বা কম দামে রেশন দিয়ে থাকে ৷ পরিবার গুলিকে আর্থিক পরিস্থিতির উপরে দারিদ্র সীমার উপরে (APL) ও





দারিদ্র সীমার নীচে (BPL)-এ ভাগ করা হয়ে থাকে ৷ রেশন কার্ডে ঠিকানা বা মোবাইল নম্বর বদলানো এখন আরও সহজ হয়ে উঠেছে ৷ এর জন্য সামান্য কয়েকটি প্রক্রিয়া মেনে চলতে হবে ৷ রেশন কার্ড ট্রান্সফার-এক রাজ্য থেকে অন্য রাজ্যে রেশন কার্ড ট্রান্সফার করার জন্য আপনার এলাকার খাদ্য দফতরে যেতে হবে৷ এর জন্য একটি লিখিত আবেদন জমা দিতে হবে ৷ এর জন্য আপনার ঠিকানার প্রমান





পত্র ও ফি জমা করতে হবে ৷ এরপর ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে ৷ বাড়িতে বসে এই ভাবে আপডেট করুন অ্যাড্রেস এর জন্য পিডিএস পোর্টালে (Www.pdsportal.nic.in) যেতে হবেএরপর রাজ্য সরকারের পোর্টালের ট্যাবে যেতে হবেএখানে আপনার রাজ্যের একটি লিস্ট পেয়ে যাবেনআপনার রাজ্য সিলেক্ট করুনএরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে এরপর এই





স্টেসগুলি ফলো করতে হবে অ্যাড্রেস বদল করার জন্য আপনাকে আপনার রাজ্যের সিলেক্ট করতে হবে ৷ এখানে আপনার আইডি ও পাসওয়ার্ড এন্টার করতে হবে ৷ এরপর সমস্ত ডিটেল দিয়ে এবং সাবমিট করতে হবে ৷ নিজের আবেদন পত্রের একটি প্রিন্ট নিজের কাছে রেখে দিন ৷ যে যে ডকুমেন্টের দরকার পড়বে– ১. তিনটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ২. ঠিকানার প্রমান পত্র। ৩. নিজের বাড়ি থাকলে লেটেস্ট ট্যাক্স পেড রিসিপ্ট লাগবে। ৪. ভাড়া বাড়িতে থাকলে লেটেস্ট রেন্ট রিসিপ্ট ব্যবহার করা যেতে পারে









