ঘরের দেয়াল সাজানোর সহজ কিছু আইডিয়া!
Image: google

ঘরের দেয়াল সাজানোর সহজ কিছু আইডিয়া!

ডিজাইন করার প্রতি যাদের আকর্ষণ থাকে, তারা রঙ-তুলি দেখলেই যেন ব্যস্ত হয়ে পড়েন দারুণ সব নকশা তৈরি করতে। তবে আর্ট পেপারে ডিজাইন করার পাশাপাশি ঘরের দেয়াল সাজানোর জন্যও আইডিয়া আছে অনেক ধরনের। ঘরের দেয়াল ডিজাইন করার জন্য

নিজের কল্পনার রঙে রাঙিয়ে দেয়া কিংবা দেয়াল জুড়ে করা দারুণ সব ডিজাইন যেন শৈল্পিক সত্তার বহিঃপ্রকাশ। ঘরের শূন্য দেয়াল যদি হয় ছবি আঁকার ক্যানভাস, তবে সে দেয়ালে কতশত গল্পই না এঁকে দেয়া যায়। এখানে প্রতিটি গল্পই হবে ভিন্ন। আর্টিস্টিক কোন পেইন্টিং, ওয়ালপেপার ডিজাইন, কালারফুল আর্টস আরও

দারুণ সব উপায়ে সাজাতে পারেন ঘরের দেয়াল। মনের মতো করে দেয়ার সাজিয়ে নিয়ে পাল্টে ফেলতে পারেন আপনার পুরো ঘরের সাজ। আসুন জেনে নিন কীভাবে সাজাবেন দেয়াল…

১. গ্যালারি স্টাইল: দেয়ালে পরপর অ্যাবস্ট্রাক্টভাবে সাজিয়ে নিন ফ্রেমবন্দী আর্ট বা ফটো। ফ্রেমের ডিজাইন থাকুক সাধারণ, কথা বলুক ছবিগুলোই। রাখুন নানারকম ভ্যারিয়েশন।
২. আয়না: আয়না যেহেত আলো রিফ্লেক্ট করে, ফলে যেকোনো ছোট জায়গাও বড় এবং উজ্জ্বল দেখা যায়। একটা দেয়াল জুড়ে লাগাতে পারেন বড় আয়না। ছোট ছোট অনেকগুলো নানা আকারের আয়নাও বেশ অভিনব লাগবে দেখতে।

৩. ইনডোর প্ল্যান্ট: দেয়ালের গায়ে সাজিয়ে রাখতে পারেন গাছ। বাড়িতে প্রকৃতি আর প্রাণের ছোঁয়া নিয়ে আসবে এগুলো। দেয়াল বেয়ে চলে যাবে এমন প্ল্যান্ট যেমন রাখতে পারেন, তিনি সেলফ বসিয়ে ঝুলিয়ে দিতে পারেন পছন্দমত প্ল্যান্ট।

৪. ক্রিয়েটিভ সেল্ফ: বই, পুরনো ক্যাসেট, সাজানোর জিনিস রাখতে পারেন যেকোনো কিছুই।
৫. ব্যতিক্রমি কিছু: একেবারে অন্যরকম কিছু করতে চান? সব বাদ দিয়ে দেয়াল সাজান প্লেট দিয়ে। কাজ বা চিনামাটির সুন্দর কারুকার্য করা প্লেট পেয়ে যাবেন সহজে। ছোট-বড় এমন নানা ডিজাইন করা প্লেটারের প্লেট হ্যাঙ্গার দিয়ে দেয়ালে টাঙিয়ে দিন।

Check Also

আকর্ষণীয় ফিগার

আকর্ষণীয় ফিগার পেতে চাইলে যা করবেন

আগেকার দিনে সুস্বাস্থ্যের অধিকারী বলতে বোঝাতো নাদুস-নুদুস চেহারার মানুষ। যুগের সাথে মানুষের চাওয়া-পাওয়া বদলে গেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *