প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ স্ট্রোকের কারণে মারা যায়। যখন স্ট্রোক হয় তখন ব্রেনের একটি নির্দিষ্ট অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। ব্রেনের
ঠিক কোন অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে তা থেকে এই রোগের লক্ষণ নির্ভর করে। যদি সঠিক সময়ে জানা যায় যে স্ট্রোক হয়েছে, তবে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো যেতে পারে। আসুন বিশ্ব স্ট্রোক দিবস ২০২২ তে আমরা জেনে নিই কোন লক্ষণ থাকলে আমরা বুঝতে পারব
যে ব্যক্তিটি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। যদি কোনও ব্যক্তির মুখ হাসার সময় তাঁর মুখের একপাশ অসাড় বা ফ্যাকাশে দেখায় তবে বিপদ হতে পারে। এমনকি কখনও কখনও হাসার সময় সেই ব্যক্তির মুখ খানিকটা বেঁকেও যেতে পারে। কোনও ব্যক্তিকে দুই হাত বাড়াতে বলুন। যদি তাঁর
হাত দুর্বল বা অসাড় দেখায়, তবে কিন্তু বিষয়টি গুরুতর হতে পারে। দুটি হাতের খারাপ ব্যালেন্স বা হাতের নীচের দিকে নেমে যাওয়া কিন্তু স্ট্রোককে নির্দেশ করে।যদি কোনও ব্যক্তির কথা বলতে অসুবিধা হয় বা কথা বলতে বলতে শব্দ আটকে যায়, তবে স্ট্রোক সম্পর্কিত সমস্যা
হতে পারে। যদি কোনও স্বাভাবিক ব্যক্তি হঠাৎ করে আগের মতো কথা বলতে না পারেন, তবে বিপদ হতে পারে। লক্ষণগুলি দেখে যদি স্ট্রোক মনে হয়, তবে দ্রুত চিকিৎসককে জানানো দরকার। যদি সঠিক সময়ে চিকিৎসককে ডাকা হয়, সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকা বাঁচানো সম্ভব।