যেসব লক্ষণ দেখা দিলে বুঝবেন আপনার থাইরয়েড সমস্যা শুরু হচ্ছে
Image: google

যেসব লক্ষণ দেখা দিলে বুঝবেন আপনার থাইরয়েড সমস্যা শুরু হচ্ছে

বহু মানুষের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। নারী-পুরুষ নির্বিশেষে এই রোগে আক্রান্ত হন। কিন্তু জানলে অবাক লাগবে, থাইরয়েডের সমস্যা সবথেকে বেশি দেখা দেয় মহিলাদের মধ্যে।

পুরুষের তুলনায় মেয়েরা বেশি এই রোগে আক্রান্ত হন বলে জানাচ্ছেম গবেষকরা। থাইরয়েডের সমস্যার ফলে আরও অনেক অসুখ দেখা দিতে পারে। তাই একেবারে শুরু থেকে লক্ষণ দেখে বুঝে নেওয়া দরকার যে থাইরয়েডের সমস্যা দেখা দিচ্ছে। তাহলে যত দ্রুত চিকিৎসা শুরু করা

যাবে, তত অনেক সমস্যা প্রতিরোধ করা যাবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আমাদের গলা বা ঘাড়ের কাছেই থাকে থাইরয়েড গ্রন্থি। এই গ্রন্থিই থাইরয়েড হরমোন তৈরি করে। তাঁদের মতে, থাইরয়েডের সমস্যা হয় খুব বেশি দেখা দেয়, নাহলে খুব কম দেখা দেয়। এটা পুরোটাই নির্ভর করে কতটা হরমোন তৈরি হচ্ছে তার উপর। মা হওয়ার পর কিংবা মেনোপজের পর মহিলাদের মধ্যে বহু ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা দেখা

দেয়। থাইরয়েডের সমস্যা দেখা দিচ্ছে বুঝবেন কোন কোন লক্ষণ দেখে- ১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, থাইরয়েডের সমস্যা দেখা দিলে আচমকা ওজন অনেক বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। ২. ত্বক হঠাৎই শুষ্ক হয়ে গেলে তা থাইরয়েডের লক্ষণ। ৩. মুখে ফোলাভাব থেকে চুল পড়ে

যাওয়া সবই থাইরয়েডের লক্ষণ। ৪. মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডসেও নানা সমস্যা দেখা দিতে পারে। ৫. অবসাদ থেকে কোষ্ঠকাঠিন্য কিংবা গাঁটে
ব্যথা, এ সবই দেখা দিতে পারে থাইরয়েডের সমস্যা দেখা দিলে। মেয়েদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা কীভাবে প্রভাব ফেলে? ১. বিশেষজ্ঞরা

জানাচ্ছেন, অনেক ক্ষেত্রেই মেয়েরা পিরিয়ডসের ফ্লো সম্পর্কে ততটা খেয়াল করেন না। যদি বেশি হয়, কিংবা কম হয় কিংবা অনিয়মিত পিরিয়ডসও থাইরয়েডের কারণে হয়। ২. অন্তঃসত্বা হওয়ার ক্ষেত্রেও প্রভাব ফেলে থাইরয়েড। অন্তঃসত্বা থাকাকালীন মহিলাদের নানা স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। এমনকি বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, মিসক্যারেজ থেকে প্রিম্যাচিওর ডেলিভারিও হতে পারে এই সমস্যা দেখা দিলে।

Check Also

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মধ্যে বেড়ে চলেছে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভাস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *