রুমে এয়ার ফ্রেশনার ব্যবহার করে বিপদ ডেকে আনছেন না তো!

ঘরের পরিবেশ স্যাঁতস্যাঁতে হয়ে যায় বা হঠাৎই দুর্গন্ধ ছড়ায় যখন তখন৷ সেই দুর্গন্ধ এড়াতে এয়ার ফ্রেশনার অনেকেই ব্যবহার করেন না আবার অনেকেই ঘরের বাতাসকে সুগন্ধযুক্ত করতে বা দুর্গন্ধ দূর করতে এয়ার ফ্রেশনার ব্যবহার করেন৷এর সুন্দর সুবাসে একটা

ফ্রেশনেসও আসে। কিন্তু এই এয়ার ফ্রেশনার আসলে কি নিরাপদ? উত্তর না। কারণ বিশেষজ্ঞরা বলছেন এর মধ্যে থাকে রাসায়নিক। যা শরীরের জন্য ক্ষতিকারক৷বিশেষজ্ঞদের মতে সুগন্ধি জাতীয় বিভিন্ন সামগ্রী যেমন, এয়ার ফ্রেশনার, সেন্টেড ক্যান্ডল এবং কসমেটিক – এই সবকিছুতে থাকে রাসায়নিক সুগন্ধি হিসেবে। এই রাসায়নিকের মধ্যে রয়েছে থ্যালেট, এটি প্লাস্টিকের বোতল এবং বক্স তৈরির কাজে

লাগে। এই ক্ষতিকারক রাসায়নিক হরমোনের ক্ষতি করে ।ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও পরিবেশ বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছেন, ঘরের ভেতরে রুম ফ্রেশনার স্প্রে করলে তা বিক্রিয়া দ্বারা বিভাজিত হয়ে ক্ষতিকর যৌগে পরিণত হয়।তবে এয়ার ফ্রেশনার ব্যবহার এক্কেবারেই বন্ধ করে দেওয়ার কথা বলছেন না তাঁরা। তবে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে বলছেন। ১। স্প্রে

ব্যবহারের সময় অবশ্যই ব্যবহার করন মাস্ক। তা না হলে বিষাক্ত বাতাস ফুসফুস ড্যামেজ করতে পারে। ২। বাড়িতে বয়স্ক বা শিশুরা থাকলে এয়ার ফ্রেশনার যতো কম পারবেন ব্যবহার করুন। এ ক্ষেত্রে প্রয়োজনে দরজা-জানালা খুলে দিন। ৩। হার্টের সমস্যা অথবা

শ্বাসকষ্ট থাকলেও এয়ার ফ্রেশনার ব্যবহার না করাই উচিৎ হবে বলে মনে করছেন চিকিৎসকেরা। ৪৷ চেষ্টা করুন হালকা সুগন্ধের এয়ার ফ্রেশনার ব্যবহার করতে এতে শ্বাসযন্ত্রের উপর চাপ কমবে৷

About Susmita Roy

Check Also

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার সহজ পদ্ধতি

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার সহজ পদ্ধতি জেনে নিন

আধার কার্ড ভারতে একটি অপরিহার্য নথি যা অনেক সরকারী এবং অন্যান্য বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *