নখে সাদা দাগ
image: google

নখে সাদা দাগ কেন থাকে? জানুন এর কারণ কী..

আমাদের শ’রীরের তথা হাতের একটি গু’রুত্ব পূর্ণ অংশ নখ ৷ কিন্তু মাঝে মধ্যেই আম’রা দে’খতে পাই নখে বেশ কিছু সাদা দাগ রয়েছে৷ অনেকেই বলেন, শ’রীরে ক্যালসিয়ামের অভাব নখে সাদা দাগ হয় ৷আর তাতেই আম’রা ভয় পেয়ে যাই৷ কিন্তু সত্যিই কি ভয়ের

কিছু রয়েছে?চিকিৎ’সা বিজ্ঞানে নখের সাদা দাগের নাম ‘punctate leukonychia’। অধিকাংশ সময়ে এই দাগের আবির্ভাব হয় নখে ধা’ক্কা বা চোট লাগলে৷ তবে এই আঘা’ত যে খুব গু’রুতর নাও হতে পারে৷টেবিলে ক্রমাগত নখ দিয়ে আওয়াজ করা বা ঘুমানোর আগে এটি ব্যবহার করুন Hair Surge দাঁত দিয়ে নখ কাটাও এই সাদা দাগ উদ্ভবের কারণ হতে পারে৷ আ’সলে এই সাদা দাগগুলো হল নখের

ক্ষ’তিগ্রস্ত কোষ৷কিন্তু আপনার নখটি যদি পুরো সাদা হয়ে যায় তাহলে তা গু’রুতর হতে পারে৷ কারণ পুরোপুরি সাদা নখ শ’রীরের অন্য কোন বড় স’মস্যার জা’নান দিতে পারে৷ যেমন-লিভার স’মস্যা, কিডনী স’মস্যা অথবা হার্টের স’মস্যা৷ এছাড়া যখন এই সাদা দাগ গুলো সারি দিয়ে থাকে তখন তা র’ক্তে প্রোটিনের স্বল্পতাকেই ই’ঙ্গিত করে৷ তাই সাদা দাগ যদি পুরো নখ জুড়ে থাকে তাহলে অবশ্যই

চিকিৎসকের প’রামর্শ নিন৷ নখে সাদা দাগ কেন দেখা যায়, এর যে কারণ বেশিরভাগ মানুষ বিশ্বাস করে, তা হল, মানুষ যখন ক্যাল শিয়ামের ঘাটতির সমস্যায় ভোগেন, তখনই লক্ষ্যণস্বরূপ নখে এরকম সাদা সাদা দাগ দেখা দেয়। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নখে পাঙ্কটেট লিউকোনচিয়া দেখা দিলেই এমন সাদা দাগ দেখা দেয়। সাদা দাগ প্রথমে নখের শেষ ভাগ থেকে দেখা দিতে শুরু করে।ক্রমশ

তা সামনের দিকে দেখা যায়। তবে চিন্তার বিষয় হিসেবে তাঁরা জানাচ্ছেন, নখের সাদা দাগ যদি পুরো নখেই দেখা যায়, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিত্‌সকের কাছে যাওয়া প্রয়োজন। পুরো নখে সাদা দাগ ছড়িয়ে পড়ার কারণ, আপনার লিভারের সমস্যা, কিডনি ফেলিওর কিংবা হৃদরোগ দেখা দিতে পারে। এছাড়া, রক্তে প্রোটিনের মাত্রা কমে গেলেও দেখা দিতে পারে এমন দাগ।

Check Also

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মধ্যে বেড়ে চলেছে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভাস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *