ইস্ত্রি ছাড়াই কুঁচকানো কাপড় সমান করুন এই কয়েকটি পদ্ধতি ব্যবহারে

কাপড় আয়রন করতে গিয়ে দেখলেন, ইস্ত্রিটা কাজ করছে না! কী করবেন তখন? জেনে নিন ইস্ত্রি ছাড়াও কুচকানো কাপড় সমান করার

সহজ কয়েকটি পদ্ধতি।গরম পাত্রের সাহায্যে লোহার তৈরি যে কোনও পাত্রে (যেটির তলটা প্রায়সমান) খানিকটা পানি ফুটিয়ে নিন। এবার ফুটন্ত পানি ফেলে গরম পাত্রটি দিয়েই ভাঁজ হয়ে থাকা কাপড়ের উপর ইস্ত্রির মতো ঘষে নিন। হাতের কাছে হেয়ার স্ট্রেটনার থাকতে কুচকানো

জামা-কাপড় সমান করতে ভাবনা কিসের! হেয়ার স্ট্রেটনার দিয়ে পোশাকের ভাঁজে ভাঁজে সমানভাবে টেনে নিন। দূর হবে ভাঁজ। কাপড়ের ভাঁজের উপর সামান্য ঠাণ্ডা পানি ছিটিয়ে তার ওপরে কিছুক্ষণ হেয়ার ড্রায়ার চালিয়ে নিন। দেখবেন কুচকানো পোশাক অনেকটাই সমান হয়ে

গিয়েছে।হেয়ার স্ট্রেইটনারের সাহায্যে হেয়ার ড্রায়ারের সাহায্যে ব্যবহার করতে পারেন সাদা ভিনেগার। ২ কাপ পানিতে ৩-৪ চামচ সাদা ভিনেগার মিশিয়ে নিন। এবার মিশ্রণটি কুচকানো জামা-কাপড়ের ভাঁজে ভাঁজে স্প্রে করে আলতো হাতে পোশাকটা একটু সমান করে ঘষে নিলেই

পোশাকের কুচকানো ভাব অনেকটাই উধাও হয়ে যাবে। কেটলিতে খানিকটা পানি গরম করুন। ফুটে উঠলে কেটলির নীচের অংশ দিয়ে চেপে নিন কাপড়। এছাড়াও এখন অনেক ওয়াশিং মেশিনেই ‘আয়রনিং’ অপশন থাকে। এই ‘আয়রনিং’ অপশন কাজে লাগিয়েও জামা-কাপড় দিব্যি আয়রন করে নিতে পারবেন।

About Susmita Roy

Check Also

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার সহজ পদ্ধতি

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার সহজ পদ্ধতি জেনে নিন

আধার কার্ড ভারতে একটি অপরিহার্য নথি যা অনেক সরকারী এবং অন্যান্য বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *