শারীরিক সমস্যার প্রথম লক্ষণ প্রকাশ পায় চোখে
Image: google

শারীরিক সমস্যার প্রথম লক্ষণ প্রকাশ পায় চোখে

চোখই মনের আয়না। কিন্তু আপনি কি জানেন, আপনার চোখই বল দেবে আপনার স্বাস্থের বর্তমান অবস্থার কথা। চোখের সামান্য কিছু চিহ্নই বলে দেবে আপনার স্বাস্থ্য এখন কি পরিস্থিতিতে রয়েছে। সাধারণত চোখের সমস্যায় আমরা চিকিৎসকের কাছে যাই পরামর্শ নিতে। কিন্তু চোখ

দিয়েই বোঝা যায় হাজারো সমস্যা। এমনকি ডায়বেটিস হলেও তার প্রথম লক্ষণ ফুটে ওঠে চোখেই। তাই সুস্থ থাকতে নিয়মিত চোখের পরীক্ষা করান। চোখ প্রাণীর দর্শনেন্দ্রিয়-সংশ্লিষ্ট আলোক-সংবেদনশীল অঙ্গ। প্রাণিজগতের সবচেয়ে সরল চোখ কেবল আলোর উপস্থিতি বা অনুপস্থিতির

পার্থক্য করতে পারে। উন্নত প্রাণীদের অপেক্ষাকৃত জটিল গঠনের চোখগুলো দিয়ে আকৃতি ও বর্ণ পৃথক করা যায়। অনেক প্রাণীর (এদের মধ্যে মানুষ অন্যতম) দুই চোখ একই তলে অবস্থিত এবং একটি মাত্র ত্রিমাত্রিক “দৃশ্য” গঠন করে।

এমনই বেশ কিছু লক্ষ্মণ যা আপনার শরীরের সমস্ত কিছুর জানান দেবে৷ এই ধরনের লক্ষ্মণগুলি হল-
১) লাল চোখ উচ্চ রক্তচাপের জানান দেয়। ২) হলুদ চোখ ডায়বেটিসের লক্ষ্মণ।৩) আইরিস রিং হাই কোলেস্টলের জানান দেবে। ৪) চোখের

পলক নিস্তেজ হয়ে পরলে তা অ্যানেমিয়ার লক্ষ্মণ। ৫) আপনার দুটি চোখ যদি কোনও কারণে দেখেন খুব ফুলে গেছে, তাহলে বুঝবেন আপনার থাইরয়েড হয়েছে।
ডিসক্লেইমার: প্রতিবেদনটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেজ্ঞের পরামর্শ নিন।

Check Also

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মধ্যে বেড়ে চলেছে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভাস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *