ঘরোয়া উপায়ে চিরতরে মুখের কালো দাগ দূর করুন সহজে!
Image: google

ঘরোয়া উপায়ে চিরতরে মুখের কালো দাগ দূর করুন সহজে!

নিজস্ব রূপে সব মহিলাই সুন্দর;কিন্তু চেহারায় দাগ ছোপ যে কোনো মানুষেরই ব্যক্তিত্ব কে প্রভাবিত করে। কোন মানুষ চান না, কোন রকম দাগ ছোপ সামাজিক ক্ষেত্রে তার ব্যক্তিত্ব কে প্রভাবিত করুক। ব্রণের দাগ হোক বা অন্য দাগ যেকোনো সুন্দর চেহারাকে মলিন করে দেয়।অনেকেই এই দাগ থেকে মুক্তি পেতে

বিভিন্ন দামি বাজারচলতি ক্রিম ব্যবহার করেন। কিন্তু অনেক ক্ষেত্রেই পার্শ্ব-প্রতিক্রিয়া বশত দাগ না কমে বেড়ে যায়। আবার অনেকেই সাহায্য নেন পার্লারের।কিন্তু সেক্ষেত্রে সৌন্দর্য্য দীর্ঘস্থায়ী নয়। প্রাচীনকাল থেকেই বিভিন্ন ঘরোয়া পদ্ধতি রূপচর্চায় কাজে লেগে আসছে। তখন বাজার

চলতি বিভিন্ন ক্রিমের এত রমরমা ছিল না। ফলস্বরূপ বাড়িতে তৈরি উপকরণ গুলি ছিল যে কোন মানুষের একমাত্র ভরসা।কিন্তু আজ ও এই প্রাকৃতিক পদ্ধতি গুলো মানুষের সবচেয়ে কাজের।আসুন জেনে নেওয়া যাক কিভাবে সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতি তে রূপচর্চায় দূর করতে

পারেন দাগ ছোপ সহ ত্বকের একাধিক সমস্যা। প্রথমেই আমরা এ প্রসঙ্গে বলবো লেবুর কথা। একটু লক্ষ্য করলেই দেখবেন যে সকল অ্যান্টি স্পট ফেয়ারনেস ক্রিম লেবুর কথা বলে। কারণ একটাই, লেবু প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। তবে লেবু দিয়ে এই পদ্ধতির প্রয়োগ শুধুমাত্র রাত্রিবেলা তেই করার চেষ্টা করবেন। কারণ দিনের বেলাতে সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাবে এটি আপনার ত্বকে প্রতিক্রিয়া দিতে পারে। সর্বমোট

দুটি পদ্ধতির কথা বলব আমরা এই প্রসঙ্গে। মনে রাখবেন,যদি আপনার ত্বক হয়ে থাকে স্বাভাবিক, তাহলে মাত্র ৫ মিনিটের একটি কাজ করতে হবে আপনাকে। যদি শুষ্ক বা সেনসিটিভ হয়ে থাকে, তাহলে সময় লাগবে ৩০ মিনিট। প্রথম পদ্ধতির ক্ষেত্রে মুখ খুব ভালো করে পরিষ্কার করে নিনফেসওয়াশ দিয়ে। এরপর যদি স্বাভাবিক বা তৈলাক্ত ত্বক হয়, তাহলে তাজা পাকা লেবুর রস (যে লেবু পেকে হলদে হয়ে

গেছে) সরাসরি মুখের কালো দাগে লাগিয়ে নিন। লেবুর রসের সাথে সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন। সারারাত এই অবস্থায় রাখার পর সকালে উঠে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। আর যদি আপনার ত্বক হয় শুষ্ক;তাহলে পাকা লেবুর রসের সাথে মুলতানি মাটি ও মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ ধোয়া মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের কালো দাগ মিলিয়ে যাবে। সপ্তাহে নিয়মিত

রাত্রিবেলায় নিজস্ব ত্বক অনুযায়ী এই দুটি পদ্ধতির প্রয়োগ করতে পারলে অচিরেই ত্বকের যে কোন সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন।

Check Also

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

শীতকালে অনেকের চুলেই খুশকির সমস্যা দেখা দেয়। খুশকি কেবল চুলকে ময়লাই দেখায় না, চুলের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *