চিনি রাখা নিয়ে অনেকেই ঝামেলায় প’ড়েন। যেমন পাত্রেই রাখেন না কেন পিঁপড়া এসে হাজির হয়। পিঁপড়ার হাত থেকে চিনি বাঁ’চাতে অনেকেই পলিথিনের প্যাকে’টে মুড়ে শক্ত ঢাকনা-ওয়ালা পাত্রে রাখেন। কেউ আবার পিঁপড়া হাত থেকে চিনিকে সুরক্ষিত রাখতে সেটি ফ্রিজে





রেখে দেন। তবে এমন বেশ কয়েকটি উপায় আছে, যেগু’লি কাজে লা’গালে চিনির পাত্র ঘরের যেখানেই রাখু’ন, পিঁপড়া ধ’রবে না। চলুন তেমন কয়েকটি উপায় জে’নে আসি। লেবুর খোসা: চিনি বা খাবারের গন্ধ যেমন পিঁপড়াকে আকৃষ্ঠ করে, তেমনই কিছু গন্ধ এমনও রয়েছে যেগু’লি পিঁপড়া মোটেই সহ্য ক’রতে পারে না। যেমন, লেবুর খোসা। এক টুকরো লেবুর খোসা চিনির পাত্রে রেখে দিন। ২-৩ দিন পর পর





সেটি বদলে ফেলুন। এতে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়া। তেজ পাতা: চিনির পাত্রে একটি তেজ পাতা রেখে দিন। ৪-৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। তেজ পাতার গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না। দারচিনি: দারচিনির গন্ধ পিঁপড়া মোটেই সহ্য ক’রতে পারে না। তাই মাঝারি মাপের দু’-একটা দারচিনির টুকরো চিনির পাত্রে রেখে দিন। দারচিনির গন্ধে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে





না পিঁপড়া লবঙ্গ: চিনির পাত্রে একটি বা দু’টি লবঙ্গ রেখে দিন। ৪-৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। লবঙ্গর গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না। চিনির পাত্রে একটি তেজ পাতা রেখে দিন। ৪-৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। তেজ পাতার গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না। দারচিনি: দারচিনির গন্ধ পিঁপড়া মোটেই সহ্য ক’রতে পারে না। তাই মাঝারি মাপের দু’-একটা দারচিনির





টুকরো চিনির পাত্রে রেখে দিন। দারচিনির গন্ধে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়া লবঙ্গ: চিনির পাত্রে একটি বা দু’টি লবঙ্গ রেখে দিন। ৪-৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। লবঙ্গর গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না।









