চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায়, ফলাফল পাবেন ৭ দিনে – চুল মানুষের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ। কিন্তু এই চুল নিয়েই মানুষকে নানা সমস্যায় পড়তে হয়। সম্প্রতি চুল পড়ার সমস্যায় ভুগেছেন অনেকেই। মাত্রাতিরিক্ত চুল পড়ার কারণে পাতলা হয়ে যাচ্ছে মাথার চুল। এতে





সৌন্দর্য হারাচ্ছেন অনেকেই। যারা এই সমস্যা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্য রয়েছে ঘরোয়া কয়েকটি সমাধান। ঘরোয়া কিছু নিয়ম মানলেই ৭ দিনে আপনার চুল পড়া অনেক কমে যাবে।





চলুন তবে বিস্তারিত জেনে নেওয়া যাক-





১। চুলের গোড়ায় গরম তেল ম্যাসাজ ঃ- তেল চুলের জন্য খুব উপকারী। এক্ষেত্রে নারকেল তেল ও বাদাম তেলের জুড়ি নেই। তেল গরম করে আপনার মাথায় হালকা হাতে ম্যাসাজ করুন, এর ফলে চুলের গোড়ায় রক্ত প্রবাহ বৃদ্ধি পাবে, আর চুল পড়া বন্ধ হবে।
২। পেঁয়াজের রস ঃ- পেঁয়াজে অনেক পরিমানে সালফার থাকে। পেঁয়াজের রস মাথায় মাখলে চুল পড়া বন্ধ হয়। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান জীবাণু মুক্ত রাখতে সাহায্য করে। প্রথমে পেঁয়াজের রস বার করে একটি বাটিতে নিন। তারপর একটি তুলোর সাহাজ্যে মাথার ত্বকে ভালো করে লাগান। ১ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন।





৩। বিটের রস ঃ- বিটে রয়েছে পটাশিয়াম, ভিটামিন বি, ভিটামিন সি ও প্রোটিন। বীট রুট চুল পড়া বন্ধু করে। চুলে পুষ্টি যোগায়। প্রথমে বিটের রস করে নিন তারপর তা মেহেন্দির সঙ্গে মিশিয়ে মাথায় মাখুন। ৩০ মিনিট পড়ে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন।
৪। সবুজ চা ঃ- সবুজ চায়ে আছে অ্যান্টি অক্সিডেন্ট। যা চুল পড়া রোধ ও চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এটা খাওয়া ও চুলে মাখা দুটিই উপকারি। এক কাপ গরম জলে দুটি টি ব্যাগ ভিজিয়ে নিন। সেই জল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ঠান্ডা হলে সেই জলে চুল ধুয়ে ফেলুন।





৫। আমলকি ঃ- আমলকিও চুলের জন্য খুব উপকারি। এতে থাকে ভিটামিন সি। আমলকি চুলের খুশকি দূর করে। আমলকির রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগালে দারুন উপকার পাবেন। তাছাড়া আমলকি খাওয়াও চুলের অন্য অত্যন্ত উপকারি।
৬। নিমপাতা ঃ- নিমপাতাকে বলা হয় সকল রোগের মহৌষধ। তেমনই এই চুল পড়া বন্ধ ও নতুন চুল গজাতে নিমপাতার জুড়ি নেই। নিমপাতা গরম জলে দিয়ে পেস্ট করে চুলে লাগানোর ৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। দুই সপ্তাহের মধ্যেই দেখবেন আপনার চুল পড়া অনেক কমে গেছে।









