জেনে নিন যেভাবে ঘরের আসবাবপত্র ঝকঝকে নতুন রাখবেন!
image: google

জেনে নিন যেভাবে ঘরের আসবাবপত্র ঝকঝকে নতুন রাখবেন!

বাড়িঘর দাগমু’ক্ত রাখতে কত কি-ই না করি আম’রা। বাজারের সেরা প’রিষ্কারকগুলো এনে রাখি শেলফে। কিন্তু লিকুইড প’রিষ্কারক মানেই লিটার লিটার রাসায়নিককে স্থান দেয়া বাড়িতে।কী দরকার স্বা’স্থ্য আর পরিবেশের জন্য ঝুঁ’কি বয়ে আনার। এর চেয়ে নিজেই

বানান এমন প’রিষ্কারক, যা দিয়ে রান্নাঘর থেকে বসার ঘর অব্দি সবই থাকবে পরিচ্ছন্ন। বেকিং সোডা, লেবু, লবণ ইত্যাদি দিয়ে কী করে ঘরের জিনিসপত্র প’রিষ্কার করা যায়, তারই সেরা উপায়গুলো জে’নে নিন এখানে—

1. বেসিন বা সিংক প’রিষ্কারক: গরম পানিতে অর্ধেক কাপ বেকিং সোডা ও এক কাপ ভিনেগার দিন। গরম মি’শ্রণটি সিংক বা বেসিনে ঢেলে দিন। ফেনা ওঠা পানি নেমে গেলে আরো এক বালতি গরম পানি ঢেলে দিন। এটি আপনার সিংক বা বেসিনকে দুর্গন্ধ ও জী’বাণুমু’ক্ত করবে।
2. চপিং বোর্ড: ১ মিনিটের চেয়েও কম সময়ে চপিং বোর্ড প’রিষ্কার করা যাবে প্রাকৃতিক উপাদান দিয়েই। চপিং বোর্ডে লবণ ছ’ড়িয়ে লেবু মাঝখান থেকে কে’টে ঘষতে থাকুন। এবার হালকা গরম পানি ঢেলে ধুয়ে মুছে রেখে দিন।

3. ওয়াশিং মেশিন: ওয়াশিং মেশিনে অর্ধেক কাপ ভিনেগার ঢালুন। এবার পানি দিয়ে সুইচ অন করে প’রিষ্কার করে ফেলুন।
4. ঘরদোর: জা’নালা, কাচ, মেঝে প’রিষ্কারের জন্য সাইট্রাস ফল ও ভিনেগার সবচেয়ে ভালো ক্লিনার। কমলা বা লেবুর খোসা ছোট ছোট টুকরা করে বোতলে ভরুন। বোতলটি ভিনেগার দিয়ে পরিপূর্ণ করুন। দুই সপ্তাহ এভ?াবে রেখে দিন। এরপর খোসাগুলো ফে’লে

দিয়ে ১:১ হারে পানিতে দিয়ে এসব স্থানে ব্যবহার করুন। কাঠের জা’নালা প’রিষ্কার ক’রতে ১: ২ হারে ভেজিটেবল অয়েল ও বেকিং সোডা টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে প’রিষ্কার করুন।
5. ফ্রিজ: ফ্রিজ এক কাপ ভিনেগার, এক কাপ বেকিং সোডা ও কয়েক ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল দিয়ে মি’শ্রণ তৈরি করে ওয়াইপার দিয়ে মুছে নিন।

6. শাওয়ার হেড: প্লাস্টিকের ব্যাগে হোয়াইট ভিনেগার ও দুই/তিন ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল দিন। শাওয়ার হেড ভিনেগারপূর্ণ ব্যাগে ডুবিয়ে ভালোভাবে বেঁধে সারা রাত রেখে দিন। সকালবেলা একবার মুছে নিলেই চকচক করে উঠবে।
7. দাগ তুলতে: কাপ’ড়ে র’ক্ত বা গ্রিজে’র দাগ তুলতে খুব ভালো কাজ করে বেকিং সোডা। অন্যদিকে তেলের দাগ অপসারণ করে

সাদা চক। টেবিল ম্যাট থেকে কফির দাগ তুলতে বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। শার্টে ঘামের দাগ বসে গেলে পাতিলেবুর রস ব্যবহার করুন। কালির দাগ তুলতে দুধ ও মেকআপের দাগ তুলতে ব্যবহার করুন শেভিং ক্রিম।

Check Also

আকর্ষণীয় ফিগার

আকর্ষণীয় ফিগার পেতে চাইলে যা করবেন

আগেকার দিনে সুস্বাস্থ্যের অধিকারী বলতে বোঝাতো নাদুস-নুদুস চেহারার মানুষ। যুগের সাথে মানুষের চাওয়া-পাওয়া বদলে গেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *