বেসিনের ময়লা দূর করার সহজ ও কার্যকর পদ্ধতি!
Image: google

বেসিনের ময়লা দূর করার সহজ ও কার্যকর পদ্ধতি!

বেসিনের পাইপে ময়লা জমে গিয়ে বন্ধ হয়ে গেলে পড়তে হয় বিড়ম্বনায়। খুব সাধারন কয়েকটি পদ্ধতি অবলম্বন করে বেসিনের পাইপ করতে পারেন আগের মত। লবণ, বেকিং সোডা ও ভিনেগার এর সাহায্যে কিভাবে পরিষ্কার করবেন আসুন জেনে নেই… আধা কাপ

লবণ ঢেলে নিন বেসিনের ড্রেনে। ২ লিটার পানি ফুটিয়ে গরম পানি ঢালুন ঠিক আধাঘন্টা পর। পানি ঢালবেন ধীরে ধীরে। ২ লিটার পানি ঢালার পর আরও কিছু পানি ঢালুন যেন লবণ একেবারে দূর হয়। লবণের সঙ্গে সঙ্গে দূর হবে জমে থাকা ময়লাও। পানি ফুটিয়ে কয়েক চামচ ডিটারজেন্ট মেশান। ফেনা উঠে গেলে ঢেলে দিন বেসিনে। এটিও পাইপে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করবে। আধা কাপ

বেকিং সোডা দিয়ে দিন বেসিনের নেটের ওপরে, কিছুক্ষণ অপেক্ষা করে সাদা ভিনেগার ঢেলে দিন ১কাপ। শেষে গরম পানি ঢেলে দিন। দূর হবে ময়লা। বেকিং সোডা ও গরম পানির সাহায্যেও ময়লা দূর করতে পারবেন।

Check Also

আকর্ষণীয় ফিগার

আকর্ষণীয় ফিগার পেতে চাইলে যা করবেন

আগেকার দিনে সুস্বাস্থ্যের অধিকারী বলতে বোঝাতো নাদুস-নুদুস চেহারার মানুষ। যুগের সাথে মানুষের চাওয়া-পাওয়া বদলে গেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *