সোনার মতো উজ্জ্বল ত্বক পেতে বাড়িতেই তৈরি করুন গোল্ড ফেসিয়াল!
Image: google

সোনার মতো উজ্জ্বল ত্বক পেতে বাড়িতেই তৈরি করুন গোল্ড ফেসিয়াল!

সোনার মতো উজ্জ্বল ত্বক কে না চায়!কিন্তু দীর্ঘ লকডাউনের জেরে বন্ধ বিউটি পার্লার। আপশোশ করার দিন শেষ! বাড়িতে ট্রাই করুন ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি গোল্ড ফেসিয়াল। আপনাদের ত্বকের জন্য ভালো। আর এতে একগাদা টাকাও লাগে না। শুধু কয়েকটি প্রাকৃতিক উপাদান

দিয়েই এ বার বাড়িতেই করে ফেলুন গোল্ড ফেসিয়াল। কেমিক্যালযুক্ত নানা প্রোডাক্ট স্কিনের জন্য কখনোই ভালো নয়। বাড়িতে ট্রাই করুন ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি গোল্ড ফেসিয়াল। ক্লিনজিং করুন প্রথমে ১) গোল্ড ফেসিয়াল করার প্রথম ধাপ ভালো করে ক্লিনজিং করে নিন। ২)

এ ক্ষেত্রে ক্লিনজার হিসেবে ব্যবহার করুন র’ মিল্ক বা কাঁচা দুধ। ৩) কাঁচা দুধ তুলোতে নিয়ে ভালো করে ২ থেকে ৩ মিনিট ধরে মুখে ম্যাসাজ করুন। ৪) কয়েক মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন ভালো করে। স্ক্রাবিং করুন ধীরে ধীরে ১) গোল্ড ফেসিয়াল করার দ্বিতীয় ধাপে ভালো করে স্ক্রাবিং করে নিন। ২) স্ক্রাবার বানিয়ে নিন ঘরেই। ১ চামচ চিনি, ১ চামচ লেবুর রস, এক চামচ মধু। ৩) তিনটি উপকরণ

ভালো করে মিশিয়ে মুখে ৩ থেকে ৫ মিনিট ম্যাসাজ করুন। ৪) ১০ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। স্টিমিং নিন হালকা ভাবে ১) গোল্ড ফেসিয়াল করার তৃতীয় ধাপে ভালো করে স্টিমিং করে নিন। ২) একটি পাত্রে জল উষ্ণ গরম করে তাতে তোয়ালে ভিজিয়ে তা দিয়ে মুখ মুছুন। ৩ মিনিট করুন এটি একই ভাবে। গোল্ড ফেসপ্যাক বানান ১) গোল্ড ফেসিয়াল করার শেষ ধাপে গোল্ড ফেসিয়াল করবেন। ২) ১ চামচ

টকদই, হাফ চামচ হলুদ, ১ চামচ নারকেল তেল, ১ চামচ লেবুর রস, ১ চামচ মধু। পাঁচটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এ বার মুখে প্যাকের মতো লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করে নিন। ২০ থেকে ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। ৩)

পেঁপে ও কস্তুরী হলুদ দিয়ে প্যাক বানাতে পারেন। দু’ চামচ পাকা পেঁপে, এক চামচ কস্তুরী হলুদ, এক চামচ অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিয়ে স্নানের আগে মুখে গলায় হাতে ভালো করে লাগিয়ে নিন। পাকা পেঁপে ত্বককে নরম এবং পরিষ্কার করতে খুব ভালো একটি উপাদান। ৪) সবার বাড়িতে কফি পাউডার থাকে। তাই ঝকঝকে ফর্সা ত্বক পাওয়ার জন্য প্রতি দিন ত্বকের চর্চায় ব্যবহার করুন কফি পাউডার।

এক চামচ কফি পাউডার, এক চামচ কস্তুরী হলুদ, এক চামচ মধু, এক চামচ অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিয়ে মুখে গলায় পিঠে লাগিয়ে রাখুন। এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান ত্বকের জন্য ভীষণ ভালো। ত্বককে সুস্থ রাখতে ত্বককে ঝলমলে করতে এই মিশ্রণটি জুড়ি মেলা ভার।

Check Also

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

শীতকালে অনেকের চুলেই খুশকির সমস্যা দেখা দেয়। খুশকি কেবল চুলকে ময়লাই দেখায় না, চুলের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *