মাইকেল জ্যাকসন
Image: google

মাইকেল জ্যাকসন নাচের সময় যেভাবে ৪৫° ডিগ্রী কোণে হেলে থাকতেন

এমন কোন ব্যক্তি নেই যে বিখ্যাত গায়ক মাইকেল জ্যাকসনের নাম শোনেনি। ৪৫° ডিগ্রি কোণ করে মেঝের মধ্যে পা রেখে শরীরকে শূন্যের মধ্যে ভাসিয়ে রাখতেন এই দৃশ্য সকলের কাছেই চিরপরিচিত। কিন্তু বর্তমানে এমন করা কঠিন নয়, প্রযুক্তি বা দড়ির সাহায্যে অনায়াসে করা

যায়। কিন্তু বাস্তবে তিনি কিভাবে করতেন? মাইকেল জ্যাকসন কিন্তু কোন রকম প্রযুক্তি বা দড়ির সাহায্য ছাড়াই এমন করে দেখিয়েছিলেন একে বলা হয় Anti-gravity ড্যান্স। বহু নৃত্যশিল্পী মাইকেল জ্যাকসনের মতো নাচার চেষ্টা করেন বা আমরাও কখনো কখনো বাড়িতে তার মতো ৪৫ ডিগ্রি কোনে দাঁড়ানোর চেষ্টা করেছি, কিন্তু তা কখনোই সম্ভব হয়নি।মাইকেল জ্যাকসন নাচের সময় কিভাবে ৪৫° ডিগ্রী কোণে হেলে

থাকতেন। এমন কোন ব্যক্তি নেই যে বিখ্যাত গায়ক মাইকেল জ্যাকসনের নাম শোনেনি। ৪৫° ডিগ্রি কোণ করে মেঝের মধ্যে পা রেখে শরীরকে শূন্যের মধ্যে ভাসিয়ে রাখতেন এই দৃশ্য সকলের কাছেই চিরপরিচিত। কিন্তু বর্তমানে এমন করা কঠিন নয়, প্রযুক্তি বা দড়ির সাহায্যে অনায়াসে করা যায়। কিন্তু বাস্তবে তিনি কিভাবে করতেন?মাইকেল জ্যাকসন কিন্তু কোন রকম প্রযুক্তি বা দড়ির সাহায্য ছাড়াই এমন করে

দেখিয়েছিলেন একে বলা হয় Anti-gravity ড্যান্স। বহু নৃত্যশিল্পী মাইকেল জ্যাকসনের মতো নাচার চেষ্টা করেন বা আমরাও কখনো কখনো বাড়িতে তার মতো ৪৫ ডিগ্রি কোনে দাঁড়ানোর চেষ্টা করেছি, কিন্তু তা কখনোই সম্ভব হয়নি। আমরা শরীরকে যখনই ৪৫ ডিগ্রি কোণে হেলাবো তখন শরীরের ভরকেন্দ্রের পরিবর্তন হবে যার ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে মাটিতে পড়ে যাব। কিন্তু উনি বাস্তবে এটা কিভাবে করতেন, যা

একজন সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। এর পিছনে লুকিয়ে রয়েছে এক রহস্য। আসল রহস্যটা ছিল তার পোশাক। তার সেই বিশেষ পোশাকটি বানিয়েছিলেন ডেনিস টমকিনসের। মাইকেল জ্যাকসনের ইচ্ছে ছিল তিনি কোনরকম দড়ি বা প্রযুক্তির সাহায্য ছাড়াই নাচের সময় সামনের দিকে অনেকটা ঝুঁকবেন। তার ইচ্ছার কথা তার পোশাক ডিজাইনারকে জানান। ১৯৯২ সালে একটি লাইভ অনুষ্ঠানে দড়ির সাহায্য ছাড়াই এমন

বিস্ময়কর স্টান্ট করেন, যা দেখে সকল দর্শক অবাক যান। পোশাক ছাড়াও তার জুতোর মধ্যেই লুকিয়ে ছিল এই ম্যাজিকটি যা সারা বিশ্বে “ম্যাজিক সু” নামে পরিচিত

Check Also

১৫ হাজার টাকা পুঁজি নিয়ে এক অভিনব আইডিয়াতে বনে গেলেন ১১০০ কোটি টাকার মালিক!

১৫ হাজার টাকা পুঁজি নিয়ে এক অভিনব আইডিয়াতে বনে গেলেন ১১০০ কোটি টাকার মালিক!

অল্প পুঁজি নিয়ে বড় ব্যবসা দাঁড় করানোর স্বপ্ন প্রতিটি মধ্যবিত্তই দেখেন। কিন্তু শতকরা ৯৯.৯ ক্ষেত্রেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *