ফোন থেকে জরুরি মোবাইল নম্বর হারিয়ে গেছে
Image: google

ফোন থেকে জরুরি মোবাইল নম্বর হারিয়ে গেছে? এই পদ্ধতিতে করে ফিরিয়ে আনুন সহজে

এবার ফোন থেকে হারিয়ে যাওয়া নম্বর ফিরে পেতে কসরত করতে হবে না বেশি। কেননা, গুগলের কিছু ফিচারের মাধ্যমে আপনি এবার আপনার ডিলিট হয়ে যাওয়া নম্বর ফেরত পেতে পারবেন অতি সহজেই। চলুন তবে দেখে নেওয়া যাক কি সেই পদ্ধতি ১.এই পদ্ধতিটি হল প্রথমে আপনাকে আপনার

স্মার্টফোনে কন্টাক্ট অপশনে যেতে হবে। এরপর এরপর সেখান থেকে উপরের ডানদিকে মেনু অপশনে গিয়ে ট্যাপ করে সেটিংস খুলতে হবে। আর সেখানে গেলেই আপনি পাবেন এক্সপোর্ট অপশন। আর সেখান থেকেই আপনি আপনার পুরোনো একাউন্ট এর সব কন্টাক্ট vcf ফাইলের মাধ্যমে ব্যাকআপ নিয়ে নিন। ২. যদি আপনি নতুন ফোন কিনে থাকেন তাহলে গুগুল একাউন্ট এ ট্যাপ করে সমস্ত

ডেটা গুগুল ড্রাইভে ব্যাকআপ নিতে শুরু করুন। তাহলেই আপনার সমস্ত কন্টাক্ট সেভ থাকবে। আর এরজন্য আপনাকে আপনার ফোনের সেটিং অপশনে গিয়ে এরপর আবার সিস্টেমে গিয়ে ব্যাকআপ অপশন ট্যাপ করতে হবে। ৩. এগুলি ছাড়াও আরও একটি উপায়ে আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া নম্বর ফেরত পেতে পারেন। আর সেটি হল। আপনার ফোনে বা সিম কার্ডে যদি সমস্ত নম্বর

সেভ করা থাকে তাহলে তা তাড়াতাড়ি আপনার গুগল ড্রাইভে ব্যাকআপ নিয়ে নিন। যারফলে যদি আপনি নতুন ফোন নেন অথবা আপনার ফোন হারিয়ে যায় তাও আপনি সহজেই আপনার পুরোনো সব কন্টাক্ট নম্বর ফিরে পাবেন। তাহলে এখন আর চিন্তা কি। নতুন

ফোন হোক বা ফোন হারিয়ে যাওয়া অথবা ভুলবসত নাম্বার ডিলিট করে ফেলা। সব ক্ষেত্রেই আপনি ফেরত পেয়ে যাবেন আপনার দরকারী সব নম্বর।

Check Also

হারানো বা চুরি হওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখার উপায়

হারানো বা চুরি হওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখার উপায়

আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে প্রয়োজনীয় বস্তুটির নাম এখন মোবাইল ফোন।। বর্তমানে র্স্মাটফোন কিংবা মাল্টিমিডিয়ার ফোন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *