সৌন্দর্য চর্চায় মুগ ডালের ব্যবহার দীর্ঘদিনের। ত্বকের বিভিন্ন সমস্যায় মুগডালের ব্যবহার দারুন কাজে দেয়। বিশেষ করে রোদে পোড়া ত্বকে পুরনো রঙ ফিরিয়ে আনতে মুগডালের পেস্ট ব্যবহার করুন। চুলের যত্বেও মুগডাল ব্যবহার করা যায়। ফেস প্যাক শুকনো খসখসে ত্বক





যাদের, তাঁদের জন্য মুগ ডাল বাটা অত্যন্ত উপকারী। একমুঠো মুগডাল কাঁচা দুধে সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ভালো করে বেটে নিন। এরপর মুখ পরিষ্কার করে নিয়ে সারা মুখে ওই পেস্ট লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে আপনার ত্বকের জেল্লায় আপনারই চোখ ধাঁধিয়ে যাবে। ব্রনের সমস্যায় ব্রনের সমস্যায় যাদের পিছু ছাড়ে না, তাদের জন্য মুগ ডাল বাটা অত্যন্ত





উপকারী। সারা রাত মুগডাল জলে ভিজিয়ে রেখে সকালে ভালো করে বেটে মুখে লাগিয়ে নিন। এই পেস্টে আধ চামচ ঘি মেশাতে পারেন। এই মিশ্রণটা দিয়ে মুখ ভালো করে মাসাজ করে ১০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সবচেয়ে উপকার পেতে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন। পোড়া ছোপ তুলতে রোদে পোড়া কালো দাগ তুলতে মুগ ডালের তুলনা নেই। এই গরমে ত্বকের জন্য





মুগডাল অত্যন্ত উপকারী। কালো ছোপ তুলতে একমুঠো মুগডাল সারারাত ভিজিয়ে সকালে বেটে ফেলুন। এর সঙ্গে ঠান্ডা দই বা অ্যালোভেরা জেল মিশিয়ে পোড়া জায়গাগুলোর ওপর লাগান। ৫-১০ মিনিট পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। ট্যান পরিষ্কার হবে এবং ত্বকও নরম হবে। চুলের জন্য চুলের জন্যও মুগ ডাল অত্যন্ত উপকারী। যাদের খুব চুল পড়ছে, তাঁরা প্যাক হিসেবে মুগডাল বাটা ব্যবহার করতে পারেন। কিছুটা





মুগডাল জলে ভালো করে ফুটিয়ে নিন। তারপর বেটে নিয়ে তার মধ্যে ডিমের কুসুম দিন। কয়েক ফোঁচা লেবুর রস এবং দই মিশিয়ে ভালো করে প্যাক বানান। ১৫ মিনিট পরে হালকা কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই হেয়ারপ্যাক সপ্তাহে দু-বার ব্যবহার করতে পারেন।









