ঘরেই Self Study করে কৃষক কন্যা আজ IAS,জেনে নিন তার সাফল্যের গল্প
image: google

ঘরেই Self Study করে কৃষক কন্যা আজ IAS,জেনে নিন তার সাফল্যের গল্প!

তপস্যা একটি ছোট গ্রামে থাকতেন তাই আশেপাশের লোকজনের ধারনা ছিল মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হয়। তাদের বেশি পড়াশোনা করে কোন লাভ নেই কারণ সর্বশেষে তাদের যেতে হবে শ্বশুরবাড়িতে। তবে একদিক থেকে তাপস্যা খুবই ভাগ্যবান ছিল যে

তার পরিবার সেই গ্রামে থাকা সত্ত্বেও তারা গ্রামের লোকের মত ধারণা রাখতনা।তার পরিবারের লোক তাকে সব সময় সমর্থন করে এসেছে। তার পড়াশোনার জন্য যা যা দরকার সবই তারা তাকে যোগার করে দিয়েছিল। তাপস্যা ওপর তার নিজের যতটা ভরসা ছিল তার পরিবারের লোকেদের তার ওপর তার চেয়েও বেশি ভরসা ছিল। পরিবারের এত ভরসা এত সমর্থন থাকার ফলে সে দ্বিতীয় চান্সে

ইউপিএসসি পরীক্ষা পাস করে।22 নভেম্বর 1992 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি জোভা গ্রামের বাসিন্দা। তিনি যৌথ পরিবারে বড় হয়ে ছিলেন তাই তিনি ছোট থেকে সবার ভালবাসায় পেয়েছেন। তিনি ছোট থেকেই মেধাবী ছিলেন। তিনি 2017 সালে ইউপিএসসি পরীক্ষা

পাস করেন এবং 23 তম স্থান অর্জন করেছিলেন।তপস্যা 8 থেকে 10 ঘন্টা পড়তো। তপস্যা ইউ পি এস সি পরীক্ষার্থীদের জন্য বলেছিলেন যে, যদি আপনি এই পরীক্ষায় পাশ করতে চান তবে আপনাকে দৃঢ় সংকল্প কঠোর পরিশ্রম এবং সততার দাঁড়ায় করতে পারবেন।।

Check Also

সন্তান সব সময়ে মুখে মুখে তর্ক করলে আপনি যা করবেন!

সন্তান সব সময়ে মুখে মুখে তর্ক করলে আপনি যা করবেন!

পরিবারের ছোট সদস্যরা মাঝে মধ্যেই ভুল করে। তা সে জেনে হোক কিংবা না যে। এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *