ননস্টিক কড়াই-তাওয়া এভাবে পরিষ্কার করলে নতুনের মত চকচক হবে!
Image: google

ননস্টিক কড়াই-তাওয়া এভাবে পরিষ্কার করলে নতুনের মত চকচক হবে!

নস্টিকের বাসনপত্র যত্ন সঠিক ভাবে না করলে তা খুব জলদি নষ্ট হয়ে যায়। বিশেষ করে দেখতে খারাপ হয়ে যায় দ্রুত। ননস্টিক কড়াই -তাওয়ার ভিতর ও বাইরে থাকবে একদম নতুনের মত। ভাবছেন অসম্ভব! তাহলে আজকের টিপস স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখুন। ঘরে থাকা জিনিস দিয়ে

পরিষ্কার করুন। ননস্টিকের যেকোনো বাসনপত্র দেখাবে একদম নতুনের মত। ননস্টিক কড়াই-তাওয়ার ভিতরের দিক পরিষ্কার করার টিপসঃ ননস্টিকের বাসনপত্র খুব জোড়ে ঘষা মাজা করলে বিচ্ছিরি দাগ পড়ে যায়। তাই খুব আসতে আসতে তা করতে হয়। সঠিক ভাবে পরিষ্কার হয় না। তাছাড়া চকচকে দেখায় না।

আর সাইডের হাতলের ভিতরের দিকটায় তেল জমে বাজে দাগ হয়ে যায়। এটা পরিষ্কার করা মুশকিল হয়। কিন্তু আর হবে না। কি করবেন তা লিখছি। চলুন তবে বিস্তারিত জেনে নেওয়া যাক-

পরিষ্কার করার সলিউশান বানানঃ
পরিষ্কার করার সলিউশান এক চামচ বেকিং সোডা, এক চামচ ভিনেগার ও এক চামচ ডিশওয়াসার জেল নিয়ে একসাথে মেশান। এবার এটা ব্রাশ দিয়ে কড়াই বা তাওয়ার ভিতরে ভালো করে লাগান। তারপর বাসন মাজার জালি দিয়ে আসতে আসতে ঘষতে থাকুন। পাঁচ

থেকে ছয় মিনিট এটা করুন। তারপর সামান্য গরম জল এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মেজে নিন। দেখবেন জল দিয়ে পরিষ্কার করার আগেই চকচক করছে। মাজা হয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। হাতলের ভিতরের দিকটায় প্লাস্টিকের ব্রাশ দিয়ে ঘসে নিলেই পরিষ্কার হয়ে যাবে। অনেক বছর যদি বাসন নতুনের মত রাখতে চান তাহলে ১৫ দিন অন্তর অন্তর এটি করুন।

ননস্টিক কড়াই-তাওয়ার পিছনের দিক পরিষ্কার করার টিপসঃ
একদম সহজ ঘরোয়া তবে কার্যকরী টিপস। হারপিকের একটি বোতল এনে রান্নাঘরেই রেখে দেবেন। বার্থরুম থেকে বোতল নিয়ে করবেন না। কারন মাসে আপনাকে দুবার করে এটা করতেই হবে। তাই একটা বোতল এই কাজের জন্য রেখে দিন। অনেকদিন চলবে। যাইহোক হারপিক ননস্টিকের কড়াই-তাওয়ার পিছনে এক চামচ মত ঢেলে দিন। এবার একটা ব্রাশ দিয়ে ভালো করে সেটা ছড়িয়ে দিন। হাতে

গ্লাফস পড়ে নেবেন। এবার হারপিক লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর বাসন মাজার জালি দিয়ে আসতে আসতে পরিষ্কার করুন। আপনার চোখের সামনে কড়াইয়ের বা তাওয়ার পিছনের কালচে দাগ, তেলের দাগ উধাও হয়ে যাবে। জল দিয়ে ধুয়ে নিন ভালো ভাবে এরপর। ব্যাস এটুকু করলেই আপনার ননস্টিকের কড়াই-তাওয়া থেকে শুরু করে যেকোনো বাসন থাকবে একদম চাকাচাক, নতুনের মত।
ডিসক্লেইমার: প্রতিবেদনটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেজ্ঞের পরামর্শ নিন।

Check Also

৬টি সহজ টিপস, যা আমরা অনেকেই জানি না!

৬টি সহজ টিপস, যা আমরা অনেকেই জানি না!

1. সহজেই ভালো-খারাপ ডিম চেনার উপায় : শহরের এই কাজের চাপে বারে বারে দোকানে যাওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *