দাঁত সুন্দর ও ঝকঝকে হবে তেজপাতা ব্যবহারে
Image: google

দাঁত সুন্দর ও ঝকঝকে হবে তেজপাতা ব্যবহারে

দাঁতকে ঝকঝকে সুন্দর করতে দামি টুথপেস্ট থেকে শুরু করে ডেন্টিস্টের কাছে দামি ট্রিটমেন্টনিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাদের জন্য বলছি আপনি তেজপাতা প্রাকৃতিক উপায়ে

ব্যবহার করে ঝকঝকে সুন্দর করতে পারবেন আপনার দাঁত। চলুন, জেনে নিন দাঁত সুন্দর করতে তেজপাতা ব্যাবহার এর প্রণালি, যা যা লাগবে : তেজপাতা ৪টি (কাঁচা বা শুকনো সব রকমেই হবে)। কমলা ও লেবুর খোসা (তেজপাতার সমপরিমাণ)। মুখে দুর্গন্ধের সমস্যা বা

মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ ২/৩টি। প্রণালি: তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন।-কমলা বা লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সাথে মিশিয়ে গুঁড়ো করে নিন। সব উপকরণ সামান্য লবণ সহযোগে একত্রে মিশিয়ে নিন। ফলের খোসা শুকিয়ে নেয়া জরুরি। কাঁচা অবস্থায় দাঁতের

ক্ষতি করবে। ব্যবহার বিধি: এই গুঁড়োটি সামান্য পানির সাথে মিশিয়ে সপ্তাহে ৩ দিন দাঁত মাজুন। রোজ মাজার প্রয়োজন নেই, এতে দাঁতের ক্ষতি হতে পারে। দাঁতের হলদে ভাবের ওপর নির্ভর করে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করাই যথেষ্ট।

Check Also

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

শীতকালে অনেকের চুলেই খুশকির সমস্যা দেখা দেয়। খুশকি কেবল চুলকে ময়লাই দেখায় না, চুলের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *