ফ্ল্যাট কিংবা জমি কেনার সময় অব’শ্যই এই ৬টি বিষয় খেয়াল রাখবেন!

আম’রা ফ্ল্যাট কিংবা জমি কেনার বিষয়ে তেমন কিছুই জানি না। যেহেতু সব সময় এগুলো কেনা হয় না তাই অভিজ্ঞতাও আমাদের নেই। আজ জে’নে নিন এই বিষয়টি। বসবাসের প্রয়োজনে আম’রা

জমি বা ফ্ল্যাট কিনে থাকি। যে কারণে বাসস্থানের অব’স্থান যেনো ইতিবাচক হয়, সে দিকেও খেয়াল রাখতে হয় আমাদেরকে। কারণ পরিবারে সুখ-সমৃদ্ধি বা দুঃখ-দুর্দশা জড়িত থাকে এর স’ঙ্গে। তাই জমি কিংবা ফ্ল্যাট কেনার পূর্বে বাস্তুশাস্ত্র মতে ৬টি বিষয় খেয়াল রাখা একান্ত

প্রয়োজন। 1. জমির উত্তর ও পূর্ব দিকে রাস্তা থাকলে, তার থেকে জমি যেনো উঁচু হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে বাড়ি করার সময় ভিতটি কিছুটা হলেও উঁচু বানাতে হবে। 2. যেখানে রাস্তা ‘টি’ বা ‘ওয়াই’ ক্রস সেকশন হয়েছে, তার ঠিক উল্টো দিকের জমি কেনা

মোটেও উচিত নয়। 3. রাস্তার বাঁক রয়েছে এমন প্লটে ফ্ল্যাট কেনা মোটেও উচিত নয়। 4. ব্রিজে’র কাছের জমি কেনা মোটেও উচিত নয়। 5. কানাগলির শেষপ্রান্তে বাড়ি কেনা মোটেও উচিত নয়। কারণ হলো সেখানে ‘কুশ’ক্তি’ অব’স্থান করে থাকে। এতে বাড়ির মালিকের স্বা’স্থ্যের

অবনতি ঘটতে পারে। 6 ঘরে প্যাঁচা, ঈগল, যু’দ্ধ, ক্রুদ্ধ ব্য’ক্তি কিংবা ক্রন্দনরত নারীর ছবি খোদাই করা রয়েছে এমন ফ্ল্যাট কেনা মোটেও উচিত নয়।

About Susmita Roy

Check Also

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার সহজ পদ্ধতি

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার সহজ পদ্ধতি জেনে নিন

আধার কার্ড ভারতে একটি অপরিহার্য নথি যা অনেক সরকারী এবং অন্যান্য বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *