বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বককে ফর্সা করার স্পেশাল ফেইসপ্যাক যেটি Permanent Skin Whitening Remedy। এই রেমেড়িটি ত্বক হতে রোদেপুড়া দাগ,বলিরেখা, বয়সের ছাপ ,ত্বকের কুচকানো ভাব ও কালো রংকে দূর করে দিয়ে ত্বককে স্থায়ীভাবে কাচের
মতো স্বচ্ছ , উজ্জ্বল ও ফর্সা করে তুলবে । তাছাড়া এটি খুব সহজেই ত্বকের দাগছোপকে দূর করে দিবে । বন্ধুরা এটি অত্যান্ত কার্যকর একটি রেমিডি। যদি আপনি ত্বক হতে বয়সের ছাপ, ত্বকের কালো রংকে দূর করে ত্বককে স্থায়ীভাবে ফর্সা করতে চান তাহলে এই রেমিডিটিকে
একবার হলেও ব্যবহার করে দেখবেন।এই রেমেড়িটি তৈরি করার জন্য ১ টি ট্মেটো ও ১টি আলু নিয়ে সেদ্ধ করে নেব। ট্মেটো আমাদের ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বকের রোদেপুড়া দাগকে দূর করে ত্বককে ফর্সা ও ইয়াং করবে। সেদ্ধ করা ট্মেটো ও আলুর খোসা তুলে ব্লেন্ড করে একটি বাটির মধ্যে নিয়ে নিব । আলুর মধ্যে ত্বকের দাগছোপ দূর করার গুণাগুণ পাওয়া যায়। তাছাড়া আলু আমাদের ত্বকের রংকেও
উজ্জ্বল করতে অনেক ভাল কাজ করে । এবার এর সাথে এড করে নিব ২ চামচ দুধ। দুধ আমাদের ত্বকের দাগকে দূর করে ত্বককে ক্লিন রাখবে। ও ১/২ চামচ ক্যাসটর অয়েল । যাদের ত্বক অয়েলি তারা ক্যাসটর অয়েলের পরিবর্তে ১ চামচ লেবুর রস ব্যবহার করবেন । এবার সবগুলো উপাদানকে ভাল করে মিক্স করে নিন। বন্ধুরা ত্বককে নেচারালি খুব দ্রুত ফর্সা করার জন্য এই প্যাকটি খুব ভাল কাজ করবে ।
উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয়ে গেছে ।এবার এই প্যাকটি চেহারায় apply করে নিন। আপনারা ত্বকের সৌন্দর্যকে দিনের পর দিন ধরে রাখার জন্য এই প্যাকটিকে সপ্তাহে ২ বার করে apply করুণ । প্যাকটি মুখে লাগিয়ে ২৫ মিনিট রেখে দিতে হবে । ২৫ মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিবেন । বন্ধুরাএই প্যাকটি ব্যবহার করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বক আগের চেয়ে অনেক বেশি lighten ও spotless হয়ে গেছে ।