হার্ট ভালো রাখে যে ৪ অভ্যাস!
image: google

হার্ট ভালো রাখে যে ৪ অভ্যাস!

হার্টকে সুস্থ ও সজীব রাখতে চারটি অভ্যাস আপনাকে ভালো রাখতে পারে, এমনটাই বলেছেন গবেষকরা। আসুন জেনে নেই… নিজেকে জানুন: আপনার রক্তে শর্করা, চর্বির পরিমাণ কেমন তা বছরে একবার অন্তত জানার চেষ্টা করুন। এমনকি ওজন বাড়ছে না কমছে, উচ্চতা

অনুযায়ী ওজন ঠিক আছে কিনা খেয়াল রাখুন। লক্ষ্য করুন আপনার পরিবারে মা-বাবা আপন ভাই-বোনদের হৃদরোগ দেখা দিয়েছে কিনা। খাদ্যাভ্যাসে খেয়াল রাখুন: কেবল নিজেকে নয়, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকা জরুরি। তাই বাড়ির খাদ্যাভ্যাস ও অন্তত পাঁচ পদের তাজা

ফলমূল শাকসবজি রাখুন প্রতিদিন। প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবার যথাসম্ভব এড়িয়ে চলুন। লবণ খাওয়া কমান। চিনিযুক্ত পানীয় ধীরে ধীরে কমিয়ে দিন, পিপাসা মেটাতে ঘরে-বাইরে সাধারণ পানি বেছে নিন। বাদ দিন মন্দ অভ্যাস: ধূমপানকে চিরতরে না বলে দিন। হার্ট সুস্থ রাখতে

এটা সবচেয়ে জোরালো পদক্ষেপ। সিগারেট ছেড়ে দেওয়ার দুই বছর পর হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। আর ১৫ বছর পর আপনার ঝুঁকি একজন অধূমপায়ীর সমান হয়ে যাবে। পরোক্ষ ধূমপান আপনার সন্তানও পরিবারের সদস্যের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এটাও খেয়াল রাখবেন।

বেরিয়ে পড়ুন: সচল থাকুন। প্রতিদিন আধা ঘন্টা বা সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মানের ব্যায়াম যেমন হাটা, সাইকেল চালানো, সাঁতার ইত্যাদি হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে। দৈনন্দিন জীবনে ক্রিয়াশীলতা বাড়ান। যেমন গাড়ি বাদ দিয়ে হাঁটুন, লিফট ছেড়ে সিঁড়ি

ব্যবহার করুন, ঘরের কাজ করুন, বাগানে কাজ করুন, সন্তানদের নিয়ে খেলাধুলা করুন।
(Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিত্‍সা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিত্‍সকের সঙ্গে পরামর্শ করুন।)

Check Also

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মাঝে হৃদরোগ বাড়ছে যে কারণে

তরুণদের মধ্যে বেড়ে চলেছে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভাস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *