নিয়ম করে মসুর ডালের প্যাক লাগালে আপনার এই কালো দাগ বা ছাপ দূর হবে শীগ্রই। দেখে নিন মসুর ডালের প্যাক তৈরীর পদ্ধতি- বিভিন্ন কারণে আমাদের মুখে কালো কালো কিছু দাগ বা ছাপ তৈরী হয়। নিয়ম করে মসুর ডালের প্যাক লাগালে আপনার এই কালো





দাগ বা ছাপ দূর হবে শীগ্রই। দেখে নিন মসুর ডালের প্যাক তৈরীর পদ্ধতি : (১) রাতে মসুর ডাল দুধের মধ্যে ভিজিয়ে রাখুন। সকালে ভিজানো ডাল পিষে মুখে লাগান। প্রতিদিন এই কাজটি করতে থাকুন, মুখের কালো দাগ দূর হয়ে যাবে। (২) মসুর ডাল পিষে তাতে মধু এবং দই মিশিয়ে মুখে লাগান। এতে আপনার ত্বক সতেজ হবে। (৩) মুখে বা শরীরের অন্য কোথাও কালো দাগ হলে আপনি মসুর





ডালের সাথে চালের গুঁড়া, চন্দন পাউডার,মুলতানী মাটি, কমলা লেবুর শুকনো খোঁসা, শসার রস মিশিয়ে কালো দাগে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। (৪) মসুর ডাল গুঁড়া করে তাতে ডিমের হলুদ অংশটা মেশান। রোদে এই পেস্টটা শুকিয়ে একটা শুকনো





বোতলে ভরে রাখুন। প্রতিদিন ঘুমানোর আগে 2 ফোটা লেবুর রসের সঙ্গে 1 চামচ দুধ মিশিয়ে এই পেস্টটা মুখে লাগান। আধা ঘন্টা
রেখে মুখ ধুয়ে ফেলুন।









