দৈনন্দিন জীবনে টুথপেস্টের দুর্দান্ত ১২টি ব্যবহার, যা জানলে অবাক হবেন রীতিমতো!
Image: google

দৈনন্দিন জীবনে টুথপেস্টের দুর্দান্ত ১২টি ব্যবহার, যা জানলে অবাক হবেন রীতিমতো!

আমাদের প্রত্যেকের বাড়িতেই সাধারণত টুথপেস্ট শেষ হয়ে যাওয়ার পর সেই টিউব ফেলে দেওয়া হয়ে গিয়ে থাকে। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না টুথপেস্টের এই খালি টিউব কিন্তু আপনাদের অনেক কাজে লাগতে পারে। এমনকি এই টুথপেস্ট ব্যবহার করে আপনারা

খুব সহজেই নিজেদের টাকা সাশ্রয় করতে পারবেন।। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা টুথপেস্টের কিছু ছোট্ট টিপস আলোচনা করে নেব যা খুব সহজ। আসুন জেনে নেওয়া যাক কি কি কাজে এই টুথপেস্ট আপনারা ব্যবহার করতে পারেন।

১) টুথপেস্ট শেষ হয়ে যাওয়ার পর সাধারণত টিউবে কিন্তু একটু হলেও টুথপেস্ট লেগে থাকে। সেই পেস্ট নিয়ে একটি ব্রাশের সাহায্যে আপনারা খুব সহজেই আয়রনের গায়ে লেগে থাকা নোংরা বা মরচে পরিষ্কার করে নিতে পারেন।। ভালো করে আয়রনের গায়ে ব্রাশ দিয়ে টুথপেস্ট লাগিয়ে ঘষে একটি ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু সমস্ত দাগ দূর হয়ে যাবে।
২) দীর্ঘদিন চা খাওয়ার সময় ব্যবহার করার দরুন অনেক সময় কাপ কিন্তু কালচে হয়ে যায়। টুথপেস্ট এর শেষ হয়ে যাওয়া প্যাকেটের অংশ যদি আপনারা এই কাপের গায়ে ভালো করে ঘষতে থাকেন তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে কাপ পরিষ্কার হয়ে যাবে।।

৩) মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করার কাজেও টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে। দীর্ঘ সময় ধরে মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করলে এখানে নানান ধরনের মসলা এবং অন্যান্য জিনিস লেগে যায়। এইসব দাঁত কিন্তু সহজে উঠতে চায় না। আপনারা চাইলে টুথপেস্টের একটু অংশ নিয়ে ভালো করে কেটে মিক্সার গ্রাইন্ডার এর অপরিচ্ছন্ন অংশে কিছুক্ষণ লাগিয়ে রাখতে পারেন। তবে এটি ইলেকট্রিক জিনিস তাই কখনোই টুথপেস্ট লাগানোর পর তা জল দিয়ে ধোবেন না। বরং কোন একটি ভেজা কাপড় বা তোয়ালে দিয়ে আলতো করে মুছে নেবেন।
৪)রান্নাঘরে আজকাল সকলেই সিঙ্ক ব্যবহার করে থাকেন। কিছুদিন অন্তর অন্তর এই সিঙ্ক অত্যন্ত নোংরা হয়ে যায়। চাইলে আপনারা কিন্তু খুব সহজেই এটি পরিষ্কার করে নিতে পারেন টুথপেস্ট এর প্যাকেটে থাকা সামান্য টুথপেস্ট ব্যবহার করেই। এর জন্য কিন্তু আপনাদের আলাদা কোন খরচ করার প্রয়োজন হবে না।

৫) ননস্টিক প্যান কিন্তু আজকাল প্রত্যেকটি রান্নাঘরের একটি বিশেষ জিনিস। দীর্ঘ সময় ধরে রান্না করতে করতে ননস্টিক প্যান কিন্তু অত্যন্ত নোংরা এবং দাগ যুক্ত হয়ে গিয়ে থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন না এই দাগ তোলার ক্ষেত্রেও টুথপেস্ট অত্যন্ত কার্যকরী।

৬) জুতো পরিষ্কার করার কাজেও আপনারা এই টুথপেস্ট ব্যবহার করতে পারেন। শেষ হয়ে যাওয়ার পর প্যাকেটে থাকা সামান্য টুথপেস্ট নিয়ে একটি ব্রাশে লাগিয়ে তা ভালো করে জুতোতে ঘষতে থাকুন দেখবেন অল্প সময়ের মধ্যেই কিরকম পরিষ্কার হয়ে গিয়েছে।
৭) এই টুথপেস্ট এর সাহায্যে কিন্তু আপনারা গ্যাসের বার্নার পরিষ্কার করতে পারেন। এটি পরিষ্কার করার জন্য আপনাকে ওভেন থেকে এটিকে খুলে নিতে হবে। সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে ভালো করে বার্নারটিকে কিছুক্ষণ ঘষতে হবে ব্রাশ দিয়ে। কিছুক্ষণ পর দেখবেন ধীরে ধীরে সমস্ত ময়লা উঠে যাচ্ছে। সামান্য টুথপেস্ট যে কত কাজে লাগতে পারে আপনারা দেখতেই পারলেন। সুতরাং এবার থেকে ফালতু খরচ বাঁচিয়ে আপনারা কিন্তু টুথপেস্ট দিয়েই বাড়ির অনেক প্রয়োজনীয় কাজ করে নিতে পারবেন।।

Check Also

আকর্ষণীয় ফিগার

আকর্ষণীয় ফিগার পেতে চাইলে যা করবেন

আগেকার দিনে সুস্বাস্থ্যের অধিকারী বলতে বোঝাতো নাদুস-নুদুস চেহারার মানুষ। যুগের সাথে মানুষের চাওয়া-পাওয়া বদলে গেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *