ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ফেসপ্যাকের বিকল্প নেই। চাইলে ঘরে বসেই ত্বকের যত্ন নেওয়া যায় প্রাকৃতিক উপাদানে। কিন্তু ভাবছেন, কিভাবে ঘরোয়া উপায়ে ত্বকের যত্নে নেওয়া যায়। শীতের রুক্ষতা শুষ্কতা থেকে বাঁচতে আমরা কতকিছুই না করে থাকি। তারপরও শীতে ত্বককে রক্ষা করা খুবই কঠিন। এই সময় ত্বক শুষ্ক হয়ে দেখা দিতে পারে নানা সমস্যা। এর জন্য সবচেয়ে বেশি





প্রয়োজন ত্বক ময়েশ্চারাইজ রাখা। যা খুব একটা সহজ কাজ নয়। তবে এক্ষেত্রে চন্দন, নারকেল তেল ও আমন্ড তেলের ফেস প্যাক ব্যবহার করতে পারেন। এতে করে ত্বকের ময়েশ্চার ঠিক রেখে উজ্জ্বল করতে সহায়তা করে। চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন সে





সম্পর্কে- যেভাবে ব্যবহার করবেন চন্দন, নারকেল তেল ও আমন্ড তেল: এক চা চামচ চন্দন গুঁড়া, ১/৪ চা চামচ নারকেল তেল, ১/৪ চা চামচ আমন্ড তেল ও সামান্য গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এরপর গলায়-মুখে প্যাকটি লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের অতিরিক্ত শুষ্কতা দূর করে ময়েশ্চার ফিরিয়ে আনে এই প্যাক।









