চুলের নানা রকম সমস্যা কম-বেশি সবাই ভুগে থাকেন।বিশেষ করে চুল পড়ার সমস্যাটি বেশি হয়ে থাকে অনেকের।যদিও নানা রকম পদ্ধতিই অবলম্বন করে থাকেন এই সমস্যা সমাধানে।তবে তা কার্যকর হয় না। এক্ষেত্রে ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতিতে।শুনতে অবাক





লাগলেও সত্যি,তেজপাতার জাদুতেই চুল পোড়া রোধ হবে।এটি খুব সস্তা ও পুষ্টিকর একটি ঘরোয়া উপায়।যা মাত্র এক সপ্তাহেই চুল পড়া রোধ করবে।চলুন তবে জেনে নেয়া যাক চুল পড়া রোধে তেজপাতা ব্যবহার পদ্ধতি- যা যা লাগবে তেজপাতা ৫ থেকে ৬টি, পানি ২ কাপ। তৈরি ও ব্যবহার পদ্ধতি তেজপাতা ও পানি একসঙ্গে ৩০ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিন।তারপর ছেঁকে নিয়ে পানি ঠাণ্ডা





করে নিন।এবার এই পানি মাথার চুলে লাগান।এভাবে ২ ঘণ্টার মতো রেখে ধুয়ে ফেলুন।এটি আপনি রোজই করতে পারেন।এর ফলে ফাঙ্গাল ইনফেকশন,ইচি স্ক্যাল্প,খুশকি,চুল ওঠার সমস্যা সবকিছু থেকেই মুক্তি পাবেন। বয়স কেবল সংখ্যামাত্র! এমন দা’বি কি জো’রের স’ঙ্গে ক’রতে পারেন আপনি? না কি চামড়ার ভাঁজে, চেহারার গড়নে নানা ভাবে চোখে পড়ে বয়সের ছাপ? বয়সকে তোয়াক্কা না করে





কেবল শা’রীরিকভাবে সক্ষম থাকার চেষ্টা তো ক’রতেই হবে, স’ঙ্গে চেহারাতেও যাতে বয়স থা’বা বসাতে না পারে, নজর রাখা উচিত সে দিকেও।রূপবিশেষজ্ঞদের মতে, চেহারা থেকে বয়সকে সরিয়ে রাখার জন্য যে সব সবজির উপর ভরসা করা যায়, তাদের মধ্যে অন্যতম করলা।









