ত্বককে উজ্জ্বল ও ফর্সা করার সাথে সাথে আমাদের উচিত ত্বককে দাগ্মুক্ত ও ব্রণ্মুক্ত রাখা । ত্বককে দাগমুক্ত রাখলে ত্বক ফ্রশ, সুন্দর ও মসৃণ দেখাবে । ত্বককে ফ্রশ, সুন্দর ও মসৃণ রাখার জন্য আপনাদের সাথে কাঁচা হলুদের ফেসমাস্ক শেয়ার করছি। হলুদের এই ফেসমাস্কটি খুব





ইফেক্টিভ একটি রেমিড়ি । এটি মুখ হতে ব্রণ ও মুখের কালচে ভাব দূর করে দিয়ে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তুলবে। ব্রণমুক্ত উজ্জ্বল ও ফর্সা ত্বক পেতে কাঁচা হলুদের ফেসমাস্ক তৈরি করার পদ্ধতি: প্রয়োজনীয় উপাদানঃ কাঁচা হলুদের পেস্ট- এক চামচ, দুধের ছানা- এক চামচ, মধু -এক চামচ, হলুদের ফেসমাস্ক তৈরির ধাপঃ মাস্কটি তৈরি করার জন্য একটি পরিষ্কার বাটিতে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্স





করে নিন। সব উপাদান ভাল করে মিশে গেলে কোন ব্রাশ বা তুলার সাহায্য না নিয়ে নিজের হাতের সাহায্য মুখের উপর এপ্লাই করুণ । উজ্জ্বল ও ফর্সা ত্বকের জন্য হলুদের ফেসমাস্ক এই মাস্ক এপ্লাই করার পর ১৫মিনিট অপেক্ষা করুন। ১৫মিনিট পর ত্বক নরমাল পানিতে ধুয়ে ফেলুন। মুখ ধুয়ে ফেলার পর আপনার মুখ টিস্যু বা সুতার কাপড়ের সাহায্যে মুছে ফেলুন। হলুদের ফেসমাস্কটি কাজ করার কারণঃ কাঁচা হলুদঃ





হলুদের মধ্যে খুব powerful অ্যান্টি- অক্সিডেন্ট আছে যার কাজ হল ত্বক হতে রোদে পুড়া কালো দাগ ,তামাটে ভাব ও ত্বকের কালচে রং দূর করে দিয়ে ত্বককে ভিতর থেকে ফর্সা করে তুলা। কাঁচা হলুদের ফেসমাস্ক আর হলুদের natural lightening property ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে এনে দিনের পর দিন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে। মধুঃ মধুর রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট , যা ত্বক হতে





কালচে ভাবকে দূর করে দিয়ে ত্বককে দিনদিন ফর্সা করে তুলে । ব্রণ দূর করতে হলুদের ফেসমাস্ক আর মধুর অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান ব্রণ সৃষ্টিকারী জীবাণু ও অন্যান্য ব্যাক্টেরিয়ার হাত থেকে ত্বককে রক্ষা করে ত্বককে ব্রণমুক্ত রাখে। দুধের ছানাঃ দুধের ছানা আমাদের ত্বকের জন্য খুবই উপকারি। এটি আমাদের ত্বক হতে সব ধরণের ডার্ক স্পট,ব্রণের দাগ,রোদে পুড়াদাগকে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য





করে। উজ্জ্বল ও ফর্সা ত্বকের জন্য হলুদের ফেসমাস্ক নোটঃ ১। ফেসমাস্কটি তৈরি করার জন্য কাঁচা হলুদ নিয়ে হলুদের উপরের চামড়া তুলে হলুদকে গ্র্যান্ডার দিয়ে গ্র্যান্ড করে পেষ্ট তৈরি করে নিতে হবে ২। আপনারা যখন মাস্ক তৈরি করতে উপাদান বেশি প্রয়োজন হলে তখন সব উপকরণ এক সমান নিবেন । আমরা অনেক সময় টানদিয়ে মুখ মুছে নিই তবে এইটা ত্বকের জন্য উপকারী না। মুখ টান দিয়ে না মুছে





হালকা হাতে চাপ দিয়ে মুছা ভাল। ব্রণ দূর করার ফেসপ্যাক বন্ধুরা এই ফেসমাস্কটি অত্যন্ত কার্যকর। আপনারা এই ফেসমাস্কটিকে বাড়িতে ট্রাই করুণ।









