শাক-সবজি কাটার পর হাতে কালছে দাগ-ছোপ দূর করার কার্যকর উপায়!
Image: google

শাক-সবজি কাটার পর হাতে কালছে দাগ-ছোপ দূর করার কার্যকর উপায়!

আজকের সময়ে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ঝড়-ঝাপটা সইতে হয় আমাদের এই দুটো হাতকেই। বাড়িতে বাসন মাজা, কাপড় কাচা, সবজি কটা সব এই হাত দিয়েই করতে হয়। রোজকার এই কাজের জেরেকেড়ে নেয় হাতের মখমলি কোমলতা। আর এর ফলে রুক্ষ ত্বক হয়ে

যায়, তাড়াতাড়ি বয়সের ছাপ পড়তে শুরু করে। ত্বক বেশি শুকিয়ে গেলে একজিমা বা অন্য কোনওরকম প্রদাহও দেখা দিতে পারে। তাই গোড়া থেকেই সাবধান হোন। সবজি কাটতে গিয়েও নানা সমস্যা দেখা দেয়। বিশেষ করে বাড়ির মহিলাদের প্রায়ই এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। সবজি কাটার পর কারো কারো হাত ফেটে যেতে থাকে। এছাড়া ফুসকুড়ি, জ্বালাপোড়ার মতো সমস্যাও হতে থাকে। আসলে

এটি হাতের ত্বকের ক্ষতি করে। সেই সঙ্গে ফাটা হাতের ত্বক ধীরে ধীরে কালো হতে শুরু করে। এমতাবস্থায় উপেক্ষা করা মানে সমস্যা আরও বাড়ানো। আপনিও যদি হাতের স্পর্শে রুক্ষ বোধ করেন তবে আজ আমরা আপনাকে এমন কিছু প্রতিকার বলব। যেগুলো শুধু

কার্যকরীই নয় দ্রুত তাদের প্রভাব দেখাতে পারে। এই পদ্ধতিগুলো আপনার হাতকে নরম ও সুন্দর রাখতে সাহায্য করবে। এছাড়াও, এটি ত্বক ফাটা থেকেও রক্ষা করতে পারে। ​

সবজির দাগ হলে কী করবেন?
কিছু সবজি কাটার সময় দাগ পড়ে। এর পর ত্বক শুষ্ক হতে শুরু করে এবং তারপরে স্ক্যাব বের হতে থাকে। এমন অবস্থায় বারবার সাবান ব্যবহার করার দরকার নেই, বরং স্বাভাবিক জল দিয়ে ভালো করে হাত ধুয়ে অলিভ অয়েল লাগান। একবার বা দুবার তেল লাগালে দাগ বেরিয়ে আসবে এবং ত্বক নরম থাকবে।

1. ​রাতে ঘুমানোর সময় ভ্যাসলিন লাগান-
সবজি কাটার পর আপনার হাত সবসময় শুকিয়ে যায়, তাই প্রতিদিন রাতে ঘুমাতে ভ্যাসলিন লাগান। আপনি যদি ভ্যাসলিন ব্যবহার করেন তবে আপনাকে অন্য কিছু ব্যবহার করতে হবে না। এর জন্য অল্প পরিমাণে ভ্যাসলিন নিয়ে ভালো করে ম্যাসাজ করুন। সকালে

দেখবেন আপনার হাত অনেক নরম দেখাবে
2. ​হাতে চুলকানি ও ফুসকুড়ি থাকবে না-
কিছু সবজি এমন যে হাতে চুলকানি ও ফুসকুড়ির সমস্যা শুরু হয়। এমন অবস্থায় প্রথমে হাতে সরষের তেল মাখুন তারপর কাজ শুরু

করুন। চুলকানি ও ফুসকুড়ির সমস্যা থাকবে না। যে কোনো ধরনের সংক্রমণ এড়াতে সরষের তেল খুবই উপকারী বলে মনে করা হয়। এছাড়া এটি হাতের ত্বককেও রাখে কোমল।
3. দই এবং ওটমিল দিয়ে স্ক্রাব করুন-
শুধু মুখ নয়, হাতও স্ক্রাব করা দরকার। আসলে, আমরা সারাদিন বিভিন্ন ধরনের কাজ করি। এ ছাড়া আমাদের হাত বেশির ভাগ সময়

জলে ডুবে থাকে। এ কারণে ত্বকের শুষ্কতা বা ফেটে যেতে পারে। এছাড়া মরা চামড়ার স্তরও জমে যায়। এসব থেকে পরিত্রাণ পেতে স্ক্রাবিং প্রয়োজন। স্ক্রাবের জন্য, ওটমিল এবং দই মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এবং তারপরে এটি ব্যবহার করুন।
​4 .গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করুন-
হাত ধোয়া কতটা গুরুত্বপূর্ণ তা বলার দরকার নেই, তবে এর মানে এই নয় যে আপনি ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা শুরু করবেন।

মুখের মতো হাতের ত্বকেরও যত্ন নিতে হয়। একটি গ্লিসারিন-ভিত্তিক সাবান বা হাত ধোয়া ব্যবহার করুন যাতে এটি শুকিয়ে যায় এবং ফাটল না হয়। এছাড়া মুলতানি মাটি দিয়ে হাত ধোয়ার চেষ্টা করুন। এই প্রাকৃতিক পদ্ধতি খুবই উপকারী।

Check Also

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

শীতকালে অনেকের চুলেই খুশকির সমস্যা দেখা দেয়। খুশকি কেবল চুলকে ময়লাই দেখায় না, চুলের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *