রিমুভার ছাড়াই নেইলপলিশ তুলে ফেলার সহজ কৌশল!
Image: google

রিমুভার ছাড়াই নেইলপলিশ তুলে ফেলার সহজ কৌশল!

নারীদের সাজগোজের একটি বড়ো অংশ জুড়ে রয়েছে নেলপলিশের ব্যবহার৷ বেশিরভা নারীই নেলপলিশ পছন্দ করেন। লাল থেকে নীল কালো সবই নারীদের ফেভারিট রঙের নেলপলিশ। তবে অনেকের পক্ষেই ঘন ঘন নেলপলিশ চেঞ্জ করা সম্ভব হয় না৷ কাজের ব্যস্ততার

মাঝে বারবার তুলোয় রিমোভার লাগিয়ে পুরনো রঙ তুলে নতুন নেলপলিশ পড়া বেশ ঝামেলার। অন্যদিকে রিমোভার শেষ হয়ে গেলেও আর কিছু করার থাকে না৷ রিমোভার শেষ হয়ে গেলে যে আপনি নেলপলিশ তুলতে পারবেন না এমনটা নয়৷ রিমুভার ছাড়াই নানা উপায়ে সহজেই আপনি নেলপলিশ তোলতে পারেন। নখের ওপর সরাসরি ডিওড্রেন্ট স্প্রে করে দিন৷ তারপর তুলো দিয়ে ঘষে তুলে নিন৷ একবারে

রিমোভারের মতোই উঠে গিয়েছে৷ একবার স্প্রে করে না উঠলে দ্বিতীয় বার করতে পারেন৷ কিন্তু ডিওড্রেন্ট শুকনোর আগেই তুলে ফেলুন৷ ডিওড্রেন্টের মতই অন্যান্য পারফিউমও ব্যবহার করতে পারেন। তবে পারফিউমটা তুলোয় ঢেলে নিয়ে ব্যবহার করুন৷ নেলপলিশ তুলতে টুথপেস্টও খুব কার্যকরী৷ মিন্ট দেওয়া টুথপেস্ট ব্যবহার করলে আরও ভালো৷ পুরনো একটি টুথব্রাশে অল্প টুথপেস্ট নিয়ে নখের উপর

ঘষতে থাকুন৷ দেখবেন একেবারে নেলপলিশ উঠে গিয়েছে৷ তারপর নখটা ভালো করে ধুয়ে ফেলুন জল দিয়ে৷হ্যান্ড স্যানিটাইজারও রিমোভারের ভালো কাজ করে৷ অথবা যেকোনও লিকুইড স্যানিটাইজার৷ হার্ডস্প্রে অথবা হেয়ারস্প্রেও নেলপলিশ তোলার কাজে ব্যবহার করতে পারেন৷ ডিওড্রেন্টের মতোই নখে স্প্রে করে ঘষে ফেলুন৷ পাতলা কাপড় বা তুলো কিংবা টিস্যু দিয়ে তুলে ফেলুন৷

Check Also

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

শীতকালে অনেকের চুলেই খুশকির সমস্যা দেখা দেয়। খুশকি কেবল চুলকে ময়লাই দেখায় না, চুলের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *