বাড়িতেই সহজ উপায়ে লেবু-আদা দিয়ে মাত্র ৭ দিনে হলুদ দাঁত করে ফেলুন ঝকঝকে সাদা!

সুন্দর ঝকঝকে সাদা দাঁত কার পছন্দ নয়? শরীর চর্চার পাশাপাশি দাঁতকে পরিষ্কার রাখা আমাদের কর্তব্য মধ্যে পড়ে। কারণ বাকি সব শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সুন্দর স্বাভাবিক থাকলেও যদি কোনো কারণে দাঁতের মধ্যে পড়ে থাকে দাগ হয়ে থাকে হলদেটে তাহলে ঠিক

মানানসই হয় না। কোথাও না কোথাও গিয়ে সেই লজ্জার মুখেই পড়তে হয় । বিভিন্ন কারণের জন্য দাঁত হলুদ হতে পারে। সাধারণত আগের দিন রাত্রে খাবার খাওয়ার পর ভালোমতন ব্রাশ না করলে দাঁতের ধীরে ধীরে জমতে থাকে নোংরা । যা দাঁত কে হলদে-টে করে তোলে । এর পাশাপাশি উপযুক্ত সময় মতন দাঁতের পরিচর্যা না করলে কিন্তু দাঁত পড়ে যাবে সম্ভাবনা থাকে। তাই শরীরের অন্যান্য অঙ্গ

প্রত্যঙ্গ পরিচর্যা করার পাশাপাশি দাঁত পরিচর্যা করা দরকার। এই মু-হূর্তে আপনাদের সামনে বলতে চলেছি এমন বেশ কিছু ঘরোয়া টিপস যার দরুন আপনি আপনার দাঁত কে পুনরায় করতে পারবেন সাদা ঝক-ঝকে উজ্জ্বল । আসুন দেখে নেওয়া যাক নিয়মগুলি কি। প্রথমে একটি বাটিতে একটি লেবু ভালো রকম করে কেটে নিতে হবে । এরপর সেখান থেকে থেকে র-স বের করে নিতে হবে । এরপর অন্য

একটি পাত্রে তুলে রাখুন এবং তার মধ্যে যোগ করবেন এক চামচ হলুদ এক চা-মচ নুন এবং কিছুটা পরিমাণ টুথপেস্ট । যে টুথপেস্ট আমরা প্রতিদিন সকাল বেলা দাঁত মাজার ক্ষেত্রে ব্যবহার করে থাকি ।এর পর তার মধ্যে যোগ করুন আদা বাটা । সমস্ত উপকরণ গুলি

কে ভালো মতন ভাবে নাড়িয়ে শুধুমাত্র ব্রাশ করার জায়গায় এই মিশ্রণ দিয়ে যদি আপনি প্রতিদিন সকালবেলা ব্রাশ করেন তাহলে মাত্র এক সপ্তাহে সুন্দর ঝকঝকে দাঁত পাবেন আপনি । যা আপনাকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে ।

About Susmita Roy

Check Also

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

খুশকির সমস্যা চিরতরে দূর হবে এই ঘরোয়া টোটকায়

শীতকালে অনেকের চুলেই খুশকির সমস্যা দেখা দেয়। খুশকি কেবল চুলকে ময়লাই দেখায় না, চুলের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *